হাজার হাজার পদে নিয়োগ করছে State Bank of India, এখনই আবেদন করুন, সময় বেশি নেই, জানুন আবেদনের খুঁটিনাটি

ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। এবার তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। হাজার হাজার পদে এবার নিয়োগ করছে State Bank of India। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ৬১৬০ শূন্যপদে নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গে চাকরির শূন্যপদ হল ৩২৮। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা।
বয়সসীমা
এই চাকরির জন্য প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ আগস্ট অনুযায়ী হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতা
অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে আবেদনকারীদের।
ট্রেনিংয়ের মেয়াদ এবং স্টাইপেন্ড
নির্বাচিত অ্যাপ্রেনটিস প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময়ে প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।
আবেদন ফি
এই চাকরিতে আবেদনের জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লুএস বিভাগের প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে এসসি, এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া
অনলাইন লিখিত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষার পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের । লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। সময় ৬০ মিনিট। ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রার্থীরা বাংলা, আসামী, মণিপুরি, মারাঠি সহ সবমিলিয়ে ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। অক্টোবর অথবা নভেম্বর মাসে অনলাইন পরীক্ষা নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
- প্রার্থীদের প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটco.in-তে যেতে হবে।
- হোমপেজে ‘কেরিয়ার’ অথবা ‘রিক্রুটমেন্ট’ বিভাগে যেতে হবে।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখে সঠিক পদ্ধতি মেনে আবেদন করতে হবে।
- মনে রাখবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর।