কর্মক্ষেত্র

সরকারি চাকরি খুঁজছেন? বিপুল পদে নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর, এখনই আবেদন করুন, বেশি সময় কিন্তু নেই

সরকারি চাকরিপ্রার্থীদের এবার এল সুসংবাদ। বিপুল পদে নিয়োগ চলেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে। স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ওয়েবসাইটে এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যার জন্য মোট শূন্যপদ রয়েছে ১৫০০। গত ৯ আগস্ট সকাল ১১ টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ২০ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট।

শূন্যপদ

সাধারণ বিভাগ- ৭৮০

এসসি- ৩৩০

এসটি- ৯০

ওবিসি (এ)- ১৫০

ওবিসি (বি)- ১৫০

বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য- ৪৫

যোগ্যতা

আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং নিয়ে বিএসসি পাশ করতে হবে। পাশাপাশি, সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ (সিপিসিএইচ)-এর শংসাপত্র থাকা জরুরি। প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া প্রয়োজন। জানতে হবে বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

বেতন

নিযুক্ত প্রার্থীদের মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। যার মধ্যে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১৫ নম্বরের ইন্টরভিউ নেওয়া হবে। মেধাতালিকার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় পোস্টিং দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এবার সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Back to top button
%d bloggers like this: