আর বেশি অপেক্ষা নয়, এবার মাত্র ২০ মিনিটেই ‘দুয়ারে’ পিৎজা, ডেলিভারির ক্ষেত্রে বড় উদ্যোগ নিল এই সংস্থা

তরুণ প্রজন্মদের মধ্যে পিৎজা খেতে ভালোবাসে না, এমন মানুষ কমই পাওয়া যাবে। সুস্বাদু এই খাবারে ঝোঁক অনেকেরই। আসলে অনেকেরই সবসময় অভিযোগ থাকে যে খাবার অর্ডার করলে তা ডেলিভারি করতে অনেকটা সময় নেয়। সেই কারণে অনেকেই ভরসা করেন ডোমিনোজের উপর কারণ তারা ৩০ মিনিটে পিৎজা ডেলিভারি দেয়।
তবে এবার পিৎজা লাভারদের জন্য এক বড় সুখবর এল। এবার আর ৩০ মিনিট নয়, বরং ২০ মিনিটেই হবে পিৎজা ডেলিভারি। খাবারের মান, দাম বা পরিষেবা- কোনও কিছুতেই খামতি রাখা হবে না কিন্তু খাবার পৌঁছে যাবে আরও দ্রুত।
ডোমিনোজের তরফে জানানো হয়েছে যে আপাতত ১৪টি শহরের ২০টি জোনে এই ২০ মিনিটে পিৎজা ডেলিভারির পরিষেবা শুরু হয়েছে। জানা গিয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই-সহ নানান মেট্রো শহরে আপাতত এই ২০ মিনিটে পিৎজা ডেলিভারির পরিষেবা চালু করা হয়েছে।
প্রযুক্তির আপগ্রেডেশন, স্টোরের পরিষেবার মানোন্নয়ন সহ একাধিক পরিবর্তন এনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা আনা হয়েছে। খাবারের গুণমানের সঙ্গে কোনও সমঝোতা না করেই ২০ মিনিটের মধ্যে গ্রাহকরা গরম গরম, সুস্বাদু পিৎজা পেয়ে যাবেন।
দ্রুত পিৎজা ডেলিভারি করতে গিয়ে যাতে ডেলিভারি পার্টনারের জীবনের কোনও ঝুঁকি না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বর্তমানে ২০টি জোনে এই ২০ মিনিটে পিৎজা ডেলিভারির পরিষেবা শুরু হলেও পরবর্তীতে গোটা দেশেই এই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে ডোমিনোজ।
এই বিষয়ে ডোমিনোজ পিৎজার চিফ এগজেকিউটিভ রাসেল উইনার বলেন, “আমেরিকার পর ভারতই ডোমিনোজের গ্লোবাল নেটওয়ার্কের সবথেকে বড় মার্কেট। আশা করছি আগামিদিনে আমাদের ব্যবসা আরও বড় হবে”।