বাংলাদেশ

নিন্দনীয়! ফের হিন্দু মন্দিরে হামলা বাংলাদেশে, মন্দিরে চলল ভাঙচুর, কালী প্রতিমার গলা কেটে দিল দুষ্কৃতীরা

দুর্গাপুজো কাটতে না কাটতেই বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এক প্রাচীন কালী মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করল দুষ্কৃতীরা। কালী মূর্তির গলা কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার দউতিয়া গ্রামে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রশাসন সূত্রে খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার দউতিয়া গ্রামের একটি প্রাচীন কালী মন্দিরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা হামলা চালায়। মন্দির কমিটির প্রেসিডেন্ট সুকুমার কুন্দা এই বিষয়ে জানান যে হামলাকারীরা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। মূর্তির গলা কেটে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ব্রিটিশ জমানা থেকেই এখানে হিন্দুরা প্রার্থনা ও পুজো করে আসছেন”।

বাংলাদেশ দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার পিটিআই-কে জানান যে রাতের অন্ধকারে ঝিনাইদহের ওই মন্দিরে হামলা চালানো হয়েছে। ঝিনাইদহ থানার সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানিয়েছেন, একটি মামলা রুজু করে হামলাকারীদের সন্ধান চালানো হচ্ছে।

দুর্গাপুজোর সময় বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা ও হিংসার আশঙ্কা ছিল বাংলাদেশে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তৎপরতার জেরে সেরকম কোনও ঘটনা ঘটে নি দুর্গাপুজোর মধ্যে। তবে দশমীর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কালী মন্দিরে এহেন হামলা যেন স্পষ্ট করে দিল যে দেশের সাম্প্রদায়িক শক্তিগুলি হিংসাকে উস্কে দিতেই চায়।

প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে সাম্প্রদায়িক চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবী ছিল, শেখ হাসিনার সরকারকে বদনাম করার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে।

Back to top button
%d