দু’ বছরের শিশুকে বাড়ির মেঝেতে আছাড়! বাড়ির বড় বউয়ের নৃশংস রূপ ধরা পড়ল মোবাইলের ক্যামেরায়

মাত্র দু বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় মাটিতে একের পর এক আছাড় মারতে দেখা গেল মোবাইলের ক্যামেরায়। খুনের চেষ্টার অভিযোগ উঠল জেঠিমার বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা তাকে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত ওই মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের স্ত্রী।
পরিবার সূত্রে খবর আহত শিশুটির মা অপর্ণা বিশ্বাস তিনি মাঝে মাঝেই লক্ষ্য করতেন ছেলের নাক দিয়ে কখনো দাগ দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু বুঝতে পারতেন না। হঠাৎ করে ছেলে কান্নাকাটি করত। তা সন্দেহ হয় বড় জায়ের ওপর অর্থাৎ ওই শিশুটির জেঠিমা।
গত মঙ্গলবার দুপুরে মা অপর্ণা বিশ্বাস তিনি ঘরের মধ্যে শিশুটিকে রেখে মোবাইল ক্যামেরা অন করে চলে যান। এরপরেই পুরো ঘটনা সবার সামনে ধরা পড়ে। বাড়ির বড় ছেলের স্ত্রীর নৃশংস রূপ সবার সামনে চলে আসে।
মোবাইলে করা ভিডিওতে দেখা যায়, শিশুটির জেঠিমা শিবানী বিশ্বাস বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় আছাড় দিয়ে মারার চেষ্টা করছেন। যা দেখলে সবার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বুধবার গ্রামের সালিশি সভা ডাকা হলে, ওই মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।