সত্যিই বড় অন্যায়! মেনুতে থাকা পনিরের পদ চেখেই দেখতে পারেন নি পাত্রের পিসেমশাই, হাতাহাতিতে জড়াল বরপক্ষ-কনেপক্ষ, রণক্ষেত্র বিয়েবাড়ি

বিয়েবাড়ির মেনুতে ছিল পনিরের একটি পদ। কিন্তু সেই পদ চেখেই দেখতে পারেন নি বরের পিসেমশাই। আর তা নিয়েই শুরু হল হই-হট্টগোল। বিয়েবাড়ি শেষ পর্যন্ত এক রণক্ষেত্রে পরিণত হল। পাত্র ও পাত্রীপক্ষের আত্মীয়-পরিজনরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন।
এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। এক টুইটার ব্যবহারকারী এই ঘটনার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। বিয়েবাড়ির সেই মারামারির দৃশ্য এখন নেট মাধ্যমে তুমুল ভাইরাল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বর ও কনে, উভয়পক্ষের অতিথিরা একে অপরের দিকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাচ্ছেন। এক মহিলা বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে দেওয়া হয়। লাঠি এবং বেল্ট হাতে তুলে নিতে দেখা যায় জনাকয়েক আত্মীয়কে।
এমন মারধরের চোটে জ্ঞান হারান এক যুবক। ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই ১ লক্ষ ৪০ হাজার ভিউ হয়েছে। অনেকেই এই ভিডিও নিয়ে মতামতও দিয়েছেন টুইটারে।
शादी में दूल्हे के फूफा को पनीर न परोसने का अंजाम देख लो….
यूपी के बागपत का है मामला। #Baghpat #Viralvideo #UttarPradesh pic.twitter.com/gh3nMfVKUV
— Aditya Bhardwaj (@ImAdiYogi) February 9, 2023
প্রসঙ্গত, গত বছরের ১৯শে ফেব্রুয়ারি বিহারের পুর্ণিয়াতে এমন ধরণেরই একটি ভিডিও সামনে এসেছিল। সেখানকার এক গ্রামের পথ দিয়ে বরযাত্রীদের হেঁটে পাত্রীর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বেশ রেগে যান পাত্রের পিসেমশাই। এই নিয়ে বচসার জেরে প্রায় ৭০ মিনিট ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।