ভাইরাল

‘ও অন্তভা’ গানে দুর্ধর্ষ ‘বে’লি ডান্স’, তরুণীর শ’রী’রী হি’ল্লো’লে কাঁপল নেটদুনিয়া, নাচ দেখে ‘বোলতি বন্ধ’ নেটবাসীর

২০২১ সালে যে সমস্ত ছবিগুলি দর্শকের মনে অনেকটা জায়গা করে নেয় ও বক্স অফিস কাঁপিয়েছিল, সেগুলির মধ্যে একটি ছিল ‘পুষ্পা’। অল্লু অর্জুনের এই ছবি মন কেড়েছিল আপামর দর্শকের। গোটা দেশে তুখর ব্যবসা করে এই ছবি। অল্লু অর্জুনের সেই বিখ্যাত সংলাপ ‘ম্যায় ঝুকেগা নেহি’ এখনও মানুষের মুখে মুখে ফেরে।

এই ছবিতে অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার অভিনয় যেমন ছবির সাফল্যের নেপথ্যে রয়েছে, তেমনই রয়েছে একটি গানও। সামান্থা প্রভুর ‘ও অন্তভা’ গানটিও এই ছবির সাফল্যের ভাগীদার। চরম হিট হয় এই গান। গত বছর নানান জায়গায়, পুজো মণ্ডপেও এই গান বাজতে শোনা গিয়েছে। এখনও এই গান একই ভাবে সকলের কাছে জনপ্রিয়।

‘ও অন্তভা’ গানে অনেকেই নানান ভিডিও বানিয়েছেন। এখন রিল ভিডিওর যুগে এই গানে কোমর দুলিয়েছেন অনেকেই। আর সেই ভিডিও দেখে মুগ্ধও হয়েছে নেটবাসী। এবার ফের এই গানের নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হল যা দেখে নেটিজেনদের মুখের কথা বন্ধ হওয়ারই জোগাড়।

নতুন বছরের শুরুতেই খুশি নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ‘ও অন্তভা’ গানে নিজের নাচের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি শুট করা হয়েছিল গত বছরই। তাঁর সেই নাচের ভিডিও পোস্ট হতেই তা যেন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী লাল রঙের শাড়িতে বেলি ডান্স করছেন এই গানে। তাঁর সেই কোমরের ঝাঁকুনি দেখে সত্যিই হতবাক হতে বৈ কী। তাঁর এই বে’লি ডান্স, এমন কোমর নাচানো যে কোনও পেশাদার বে’লি ডান্সারকে বলে বলে দশ গোল দেবে। ‘পুষ্পা’ ছবির এই গানে তরুণীর শ’রী’রী হি’ল্লো’লে কাবু গোটা নেট দুনিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Khushi Sharma (@kkhushii_sharma)

পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল এই নাচের ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন ৩৭৩ হাজারেরও বেশি মানুষ। আর তাঁর এই নাচ দেখে সকলেই দারুন দারুন সব কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, “এভাবেই এগিয়ে যাও”। কেউ আবার লিখেছেন, “দুর্দান্ত হয়েছে তোমার পারফরম্যান্স। ভাষায় প্রকাশ করা যায় না”।

Back to top button
%d