ভাইরাল

সি’গা’রে’ট মুখে উদ্দাম নাচ শাশুড়ির, দেখেই চোটে গেলেন বর, ছাদনাতলাতেই ভাঙলেন বিয়ে

বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়। চারিদিকে তখন হই হই রব। বিয়ে শুরু হবে হবে করছে। বর, বরযাত্রী সব হাজির। কনেও সেজেগুজে তৈরি। কিন্তু আচমকাই বিয়ে ভেঙে দিলেন বর। বেরিয়ে গেলেন ছাদনাতলা থেকে। কী এমন ঘটল সেখানে?

আজকাল সোশ্যাল মিডিয়াতে বিয়ের নানান ভিডিও ভাইরাল হয়। কোথাও পণের দাবীতে বিয়ে বন্ধ তো কোনও বিয়েবাড়িতে আবার কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে বিবাদের জেরে ভেঙে যায় বিয়ে। তবে এবার এমন এক বিয়ে ভাঙার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, যা দেঝে সকলেই হতবাক। শাশুড়ি সি’গা’রে’ট মুখে নিয়ে উদ্দাম নেচে চলেছেন। সেই দৃশ্য কোনওভাবেই মেনে নিতে পারেননি হবু জামাই। ফলে বিয়ে ভেঙে দেন বর।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। সেখানকার রাজপুরার এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় সারায়াতরীনের এক তরুণের সঙ্গে। পাকা দেখা থেকে আংটি বদল, সবই নিয়ম মেনে হয়েছিল। সমস্ত রীতি রেওয়াজ পরিকল্পনা মাফিক হয়। আনন্দের আনুষ্ঠানে ছিল নাচ-গানের আসরও। কিন্তু আচমকাই ছন্দপতন। হঠাৎই আনন্দ আসর বদলে যায় বিষণ্ণতায়।

জানা গিয়েছে, একটি মন্দিরে বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য বর-কমে দুজনেই তৈরি। এমন সময় নাচ-গানের আসরে যোগ দেন পাত্রীর মা অর্থাৎ পাত্রের হবু শাশুড়ি। এতদূর সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই সি’গা’রে’ট মুখে করে নিয়ে নাচতে শুরু করে ওই মহিলা। তা দেখে বেজায় চোটে যান বর। এর জেরে বর ও কনেপক্ষের মধ্যে বচসা শুরু হয়। শেষমেশ মেজাজ হারিয়ে বিয়েই বাতিল করে চলে যান বর।

সূত্রের খবর, বরের মেজাজের ধার ধারেন নি পাত্রীও। তিনিও মায়ের পক্ষ নেন। বাড়ি ফিরে আসেন কনে। দুই পরিবারের ঝগড়া গড়ায় পঞ্চায়েত পর্যন্ত। দীর্ঘ আলোচনা হলেও দু’পক্ষ বিয়েতে কোনওভাবেই রাজি হয়নি।

Back to top button
%d bloggers like this: