ভয়ঙ্কর! থানায় ঢুকে হেড কনস্টেবলকে বেধড়ক মারধর একদল যুবকের, ভিডিও ভাইরাল হতেই শাস্তির দাবি নেটিজেনদের

যারা আমাদের রক্ষা করেন, তাঁরাই এখন আমাদের দেশে সুরক্ষিত নন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে থানায় ঢুকে হেড কনস্টেবলকে বেধড়ক মারধর করতে দেখা গেল একদল যুবককে।
দেশের রাজধানী দিল্লির আনন্দ বিহার থানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। জানা গেছে, গত ৩০ শে জুলাই করকরডুমা গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়ার হয় এবং সেখান থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। থানায় অভিযোগ জমা পড়লে হেড কনস্টেবল এক যুবককে থাপ্পড় মেরে বসে। কিছুক্ষন পর ওই যুবক একদম ছেলে নিয়ে এসে থানায় হেড কনস্টেবলের উপর চড়াও হয়।
হেড কনস্টেবলের এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে তাদের কাছে। তাঁর উপর চলতে থাকে চর, থাপ্পড়। সেই মুহূর্তে পুলিশকর্মীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। উল্টে দাঁড়িয়ে থেকে ভিডিও করে গেছেন।
ভিডিওটি ভাইরাল হতেই অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে আওয়াজ তুলেছে নেটিজেনরা। ডিএসপি দ্বারা সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।
অসহায় পুলিশ! থানার ভিতর ঢুকে হেড কনস্টেবলকে মারধর একদল যুবকের, ভাইরাল ভিডিও … pic.twitter.com/1hLxbirsIZ
— Bangla Hunt (@BanglaHunt) August 6, 2022