ভাইরাল

হাতে কচুরি ধরে মোনালিসা, সামনে সাজানো থালাভর্তি বিরিয়ানি, ভারতীয় খাবারের আস্বাদ গ্রহণ দ্য ভিঞ্চির বিখ্যাত সৃষ্টির

লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত সৃষ্টি হল মোনালিসা। কিন্তু এই চরিত্র যদি স্রেফ ছবি না হয়ে জলজ্যান্ত এক মহিলা হতেন, তাহলে ব্যাপারটা কেমন হত? তাও যদি আবার তিনি ভারতীয় মহিলা হতেন, তাহলে কী তাঁর ওই হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অনেকাংশেই পাল্টে যেত?

মোনালিসা যদি ভারতীয় মহিলা হতেন, তাহলে তাঁকেও কী ঘুমোতে, বা রান্নাবান্না করতে বা নানান কাজকর্ম করতে দেখা যেত? এবার যেন তেমন রূপেই ধরা দিলেন মোনালিসা। তিনি হাতে ধরে রয়েছেন কচুরি, তাঁর সামনে সাজানো ঢালাও ভারতীয় খাবার। আর তাঁকে এমন রূপ দেওয়া হয়েছে এআই পরিচালিত অ্যাপের মাধ্যমে।

মোনালিসার এমন ছবি শেয়ার করেছেন মাস্টার শেফ খ্যাত রন্ধনশিল্পী বিকাশ খান্না। তাঁর সেই ছবিতে দেখা যাচ্ছে, মোনালিসার সামনে টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে ভারতীয় খাবার। এর মধ্যে রয়েছে প্লেটভর্তি বিরিয়ানি, দু’রকম তরকারি। এমনকি, ফলমূল-মিষ্টি-সহ সুরার পাত্রও রাখা আছে পাশে। আর মোনালিসার হাতে ধরে রয়েছেন গোলাকার ভাজা কোনও খাবার। যা দেখে কচুরি বা পাঁপড়ের কথা মনে হতে পারে।

এই ছবি পোস্ট করে বিকাশ লিখেছেন, “আমি এটা এআই ব্যবহার করে তৈরি করেছি। মোনালিসা ভারতীয় খাবার খাচ্ছেন”। বিকাশের এই পোস্ট দেখে নেটিজেনদের একাংশ বেশ প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের অনেকেই আবার এমন প্রশ্নও তুলেছেন যে ভারতীয় খাবারের আয়োজন থেকে সিঙাড়া, জিলিপি কেন বাদ পড়ল? তবে যাই হোক না কেন, মোনালিসাকে এমন ভারতীয় অবতারে দেখে বেশ খুশিই হয়েছেন সকলে।

Back to top button
%d bloggers like this: