ভাইরাল

বিছানায় শুয়ে একমনে একের পর এক রিলস দেখে যাচ্ছে বানর! ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল

পরনে গোলাপি-হলুদ পোশাক। মাথায় বালিশ নিয়ে আয়েশ করে শুয়ে রয়েছে সে। আর শুয়ে শুয়ে একের পর এক রিলস ভিডিও দেখে যাচ্ছে। মাঝে একবার মুখ তুলে চাইলেও ফের ডুব দেয় মোবাইলে। তবে যার কথা হচ্ছে, সে কিন্তু কোনও মানুষ নয়, সে আসলে এক বানর। অবাক হবেন না, বানরের এমন রিলস দেখার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।

এখন ছোটো থেকে বড় সকলেই সারাক্ষণ ফোনে ডুবে থাকে। স্ক্রল করে করে রিলস ভিডিও দেখতে দেখতে কখন সময় যে কেটে যায়, তা সত্যিই বোঝা যায় না। তবে এখন মানুষ তো বটেই, বানররাও রিলস ভিডিওতে যে মজেছে, তা সত্যিই আশ্চর্যের। সেই মজাদার ভিডিওওই এবার তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কোনও বানরকে কখনও শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে দেখেছেন? অবাক করা সেই দৃশ্য যে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যা ঝড়ের গতিতে হয় ভাইরাল। তবে শুধু রিলস দেখাই নয়, এক্কেবারে জামা কাপড় পরে বিছানায় শুয়ে আয়েশ করেই ফোনে ব্য়স্ত ছিল সেই বানর। এক ঝলকে যা দেখলে মনে হবে যেন কোনও শিশু বিছানায় শুয়ে ফোন দেখছে।

ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, একটি বানর দিব্যি মানুষের মতো পরেছে হলুদ আর গোলাপি রঙের জামা। আয়েশ করে শুয়ে রয়েছে বিছানায়। হাতে ধরে রয়েছে একটি স্মার্টফোন। এমনকী মানুষের মতোই সেই ফোনের টাচ স্ক্রিন স্ক্রোল করে দেখছে রিল। একের পর এক রিল প্রাণীটি আপন মনে দেখে চলেছে। যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Mb Sidhu (@i__con_01)

এই ভিডিও দেখে সকলে অবাক হলেও বেশ মজাই পেয়েছেন। নেটিজেনরা বলেছেন এমন মজাদার ভিডিও নাকি তারা এর আগে কখনও দেখেন নি। এই ভিডিওটি ইতিমধ্যেই এক কোটিরও বেশি মানুষ দেখেছেন। অনেকের মতে, বানর যে সত্যিই মানুষের পূর্বপুরুষ, তা ফের প্রমাণিত।

Back to top button
%d bloggers like this: