বিয়ে মানে কী? পরীক্ষার খাতায় সঠিক জবাব লিখেও দশে শূন্য পেল পড়ুয়া, ‘একদম খাঁটি সত্যি’, উপলব্ধি বড়দের, ভাইরাল ছবি

পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে বিয়ে কাকে বলে? সেই প্রশ্নের উত্তরে এক পড়ুয়া যা লিখল, তা দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। তবে সেই জবাব পড়ে এবার বিবাহিতদের একাংশের উপলব্ধি, ওই স্কুল পড়ুয়া ভুল কিছু লেখেনি। বরং সারসত্যই তুলে ধরেছে সে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি খুব ভাইরাল হয়েছে (যদিও এই ছবির সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। ছবিটি একটি পরীক্ষার খাতার। ভাইরাল হওয়া সেই পরীক্ষার খাতার ছবিতে রচনাটি স্পষ্ট দেখে যাচ্ছে। পাতায় নীল কালি দিয়ে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা বিয়ে নিয়ে রচনা।
যা লেখা রয়েছে, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বিয়ে তখনই হয়, যখন মেয়ের বাবা-মা তাঁদের মেয়েকে বলেন, ‘তুমি এখন অনেক বড় হয়েছ। তোমাকে আর খাওয়াতে পারছি না। যাও গিয়ে একজন লোককে খোঁজো যে তোমাকে খাওয়াবে’। আবার ছেলের বাড়িতেও আত্মীয়স্বজন তাঁর উপর চিৎকার করতে থাকেন, ‘যাও বিয়ে করো, অনেক বড় হয়েছে’ বলে”।
এখানেই পড়ুয়ার উত্তর শেষ নয়। বিয়ে কী করে হয় ও বিয়ের পর কী কী হয়, তাও লিখেছে সেই পড়ুয়া। লেখা রয়েছে, “পাত্র-পাত্রী এর পর নিজেদের পরীক্ষা করেন এবং খুশি হন। একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং তারপর সন্তান পাওয়ার জন্য উল্টোপাল্টা কাজ করতে শুরু করেন”।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, পরীক্ষায় খাতায় বিয়ে সংক্রান্ত এই রচনাটি লাল কালী কেটে দেওয়া হয়েছে। আর ওই পড়ুয়াকে এই রচনার জন্য দশে শূন্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই উত্তরকে ‘অর্থহীন’ বলে তিরস্কারও করা হয়েছে। তবে পরীক্ষার খাতায় শূন্য পেলেও, পড়ুয়ার এই উত্তরের সঙ্গে কিন্তু সহমত পোষণ করেছেন নেটিজেনদের বিশেষ করে বিবাহিতদের একাংশ।