‘বেতন দিতে না পারে নি, তাই বিয়ে করে নিয়েছি’, শিক্ষকের যুক্তিতে অবাক নেটিজেনরা, ভাইরাল ভিডিও

শিক্ষক আমাদের গুরুজন। আমাদের সঠিক পথে নিয়ে যাওয়া শিক্ষকদের কর্তব্য। ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে শিক্ষকদের কুকীর্তি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিভিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন গরিব ছাত্রী টাকার অভাবে শিক্ষক-কে বেতন দিতে না পারায় সেই শিক্ষক ছাত্রীটিকে বিয়ে করে নিয়েছেন। ভিডিওতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন শিক্ষক এবং ছাত্রী। যারা এখন সম্পর্কে স্বামী এবং স্ত্রী। ওই ছাত্রীর কপালে জ্বলজ্বল করছে শিক্ষকের দেওয়া লাল সিঁদুর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। একটি পেজ থেকে সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তবে শিক্ষক বেশ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলছেন, ‘আমার কাছেই পড়ত। আমি কোচিং ক্লাস চালাই। কিন্তু, দীর্ঘদিন ধরে ও টিউশন ফি দিতে পারছিল না। টিউশন ফি দিতে না পারার জন্য, আমি ওকে বিয়ে করে নিয়েছি। এখন ও আমার ছাত্রীর বদলে স্ত্রী হয়েছে।’
View this post on Instagram
এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অধিকাংশের মতে, বিশ্বাস করে ভবিষৎ প্রজন্মকে আমরা যাদের হাতে তুলে দিচ্ছি তারাই কুকীর্তি করছেন। একটি ছাত্রীর আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে যে কাজ শিক্ষকটি করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।