দেশ

ম’দ পাচার করছে জার্মান শেফার্ড! কুকুরটিকে আটক করে জেলে ভরল পুলিশ

বহু বছর বিহারে ম’দ নিষিদ্ধ। আমাদের রাজ্য যা করতে পারেনি তা করে দেখিয়েছে বিহার। এমনকি সেই রাজ্যের রাস্তার উপর দিয়ে মদ নিয়ে যাওয়াও নিষিদ্ধ।

উত্তরপ্রদেশের গাজিপুর থেকে একটি গাড়ি এসেছিল বিহারের বক্সারে। বক্সারের মুফাসিল থানার পুলিশকর্মীরা রাস্তায় সে সময় চেকিং করছিলেন। তাঁরা গাড়িটিকে আটকান এবং চালকের শ্বাস পরীক্ষা করেন। দেখা যায় গাড়িতে থাকা দুই ব্যক্তি মত্ত অবস্থায় রয়েছেন। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ৬ বোতল মদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এর পরই ওই ম’দ বাজেয়াপ্ত করে বিহার পুলিশ। লিকার প্রহিবিশন আইনে দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় মুসাফিল থানায়।

তবে গাড়িতে শুধু দুজন ছিলেন না। ছিল একটি জার্মান শেফার্ড কুকুরও। আর সেই কুকুরকে থানায় রাখতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে পুলিশ কর্মীদের। আপাতত দুধ এবং কনফ্লেক্স খেতে দেওয়া হচ্ছে কুকুরটিকে। কিন্তু তার হাবভাব দিয়ে বলে দিচ্ছে সে খুশি নয়। এমনকি সে শুধু ইংরেজিতে দেওয়া নির্দেশই বুঝতে পারে। এ জন্য ইংরেজি জানা স্থানীয় যুবকের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তির নাম রামসুরেশ কুমার এবং ভুবনেশ্বর কুমার। অভিযুক্ত দুই ব্যক্তিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কুকুরটিকে রাখা হয়েছে থানায়।

Back to top button
%d bloggers like this: