‘খাবারের সঙ্গে গাঁ’জা আনব নাকি’, গ্রাহককে প্রশ্ন জোম্যাটো ডেলিভারি বয়ের, চ্যাট ভাইরাল হতেই পদক্ষেপ পুলিশ

বর্তমান যুগে আমরা বড় বেশিই অনলাইন ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এখন তো এক ক্লিকেই দুয়ারে চলে খাবার। বাড়িতে হঠারর অতিথির আগমন হোক বা মাঝরাতের ফুড ক্রেভিং, সবকিছুর মুশকিল আসান এখন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি। এবার খাবারের সঙ্গে যদি নেশার জিনিসও মেলে এই অনলাইন অ্যাপে, তাহলে?
এমন একটি ঘটনা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। গ্রাহক বেশ অনেকক্ষণ খাবার অর্ডার দিলেও খাবার আসছিল না। সেই কারণে ডেলিভারি বয়কে মেসেজ করেন গ্রাহক। ডেলিভারি বয় উত্তরে জানান যে তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসছেন। এরপরই সেই ডেলিভারি বয় ফের মেসেজ করে গ্রাহককে জিজ্ঞাসা করেন, খাবারের সঙ্গে তাঁর গাঁ’জা চাই কী? জোম্যাটোতে খাবার অর্ডার করে এমনই এক অভিজ্ঞতার শিকার হলেন এক গ্রাহক। ডেলিভারি বয়ের সঙ্গে তাঁর সেই চ্যাটের স্ক্রিনশট এখন ভাইরাল।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে মুম্বইতে। সাক্ষী জৈন নামের একজন এই স্ক্রিনশট পোস্ট করে লেখেন, “গত রাতে আমার রুমমেট জোম্যাটেতে একটি অর্ডার দিয়েছিল। ওই ডেলিভারি বয় মেসেজ করে বলেন, আমি আপনার অর্ডার ডেলিভারি করতে যাচ্ছি,আপনার কি আরও কিছু দরকার..গাঁ’জা ইত্যাদি”? মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশটের ছবি।
কী জানাল পুলিশ?
গত ১০ সেপ্টেম্বর পোস্ট করা হয় এই ছবি। এই ভাইরাল পোস্ট পুলিশের নজরে আসতেই প্রতিক্রিয়া জানায় মুম্বই পুলিশ। টুইট করে তারা লেখে, “ম্যাম, তিনি যা পেয়েছেন তা আমাদের সত্যিই দরকার। আমরা আপনার রুমমেটের উপকারের জন্য় ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে পারলে খুশি হব! আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও ১০ মিনিটের মধ্যে লোকেশনে পৌঁছাতে পারি”।
Ma’am, we really need what he’s got. WE’ED be happy to get in touch with your roommate’s delivery partner, for his benevolence!
Please DM, we can reach the location in 10 minutes too! #DeliveringSafety#HashSayNoToDrugs#HoshMeinAao https://t.co/s51sGZY3i1
— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) September 11, 2023
এই পোস্ট দেখে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বলেছেন, এমন যত্নশীল ডেলিভারি বয় দেখা যায় না। আবার কারোর মন্তব্য, এমন জনপ্রিয় এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মী কীভাবে প্রকাশ্যে গাঁ’জা সরবরাহের প্রস্তাব দিতে পারে।