প্রযুক্তি
একবার চার্জ দিলেই ছুটবে ৩০০ কিলোমিটার, দুর্ধর্ষ ব্যাটারিযুক্ত ইলেকট্রিক স্কুটার আনল সংস্থা, দামও সাধ্যের মধ্যেই

বর্তমান যুগে পেট্রোল-ডিজেলের দামের জ্বলন থেকে বাঁচতে অনেকেই ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন। এতে করে যেমন জ্বালানির জ্বালা থেকে মুক্তি মেলে, তেমনই আবার পরিবেশবান্ধব যানও ব্যবহার করা যায়।
ইতিমধ্যেই একাধিক ই-স্কুটার বাজারে এনে সাড়া ফেলে দিয়েছে একাধিক সংস্থা। ইলেকট্রিক স্কুটারের বাজারে Ola, Ather-এর বিশেষ উল্লেখযোগ্য। তবে নানান স্টার্ট আপ কোম্পানিও ই-স্কুটার এনে চমক দিচ্ছে বটে। এবার এক দুর্দান্ত মাইলেজের ই-স্কুটার নিয়ে হাজির IME Rapid। এই ই-স্কুটার সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
কী কী ফিচার্স রয়েছে এই ই-স্কুটারে?
- এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 2 kwh ইলেকট্রিক মোটর এবং 60V- 26/52/72 AH ব্যাটারি ক্যাপাসিটি।
- এই স্কুটারের একাধিক রেঞ্জের ভেরিয়েন্ট বাজারে এনেছে সংস্থা। প্রথম ভেরিয়েন্টে রেঞ্জ মিলবে ফুল চার্জে ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভেরিয়েন্টে ২০০ কিলোমিটার আর তৃতীয় মডেলে ফুল চার্জে ৩০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।
- একবার চার্জ দিলেই ৩০০ কিলোমিটার পথ নিয়ে যেতে সক্ষম এই স্কুটার।
- এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
- এই ই-স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেক এবং একাধিক স্মার্ট ফিচার্স।
- জানা গিয়েছে, সমস্ত গ্রাহকদের জন্য যানবাহনের ঝামেলা মুক্ত পরিষেবা দেওয়ার সুবিধার্থে বেঙ্গালুরু শহর জুড়ে ওয়ারেন্টি ও খুচরো যন্ত্রাংশ মিলবে।
কত দাম এই IME Rapid-র
এই ইলেকট্রিক স্কুটার একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেই অনুযায়ীই এই স্কুটারের দাম রাখা হয়েছে। IME Rapid-র বাজারমূল্য ৯৯,০০০ টাকা থেকে ১.৪৮ লক্ষ টাকা। তবে আপাতত কেবল কর্ণাটকেই বিক্রি শুরু হয়েছে ইলেকট্রিক স্কুটারের।