সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ, একাধিক পদে নিয়োগ চলছে UPSC-তে, এখনই আবেদন করুন

যারা কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এল এক দারুণ খবর। সারা দেশে নানান ধরণের পরীক্ষার আয়োজন করতে চলেছে UPSC। নানান পদে চাকরির জন্য এবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থা। সিনিয়র অফিসার থেকে শুরু করে ডেপুটি আর্কিটেক্ট নানান পদে হবে নিয়োগ।
UPSC-র তরফে জানানো হয়েছে, মোট ৭১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে আবেদন করতে পারবেন।
যোগ্যতা
প্রতিটি পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন রয়েছে।
বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদ অনুযায়ী বয়সসীমা আলাদা। সেক্ষেত্রে প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র ডিরেক্টর জেনারেল পদে 58 বছর পর্যন্ত আবেদন করা যাবে।
শূন্যপদ
লিগ্যাল অফিসারঃ২
সায়েটিফিক অফিসার: ১
ডেপুটি আর্কিটেক্ট: ৫
বিজ্ঞানী ‘বি’: ৭
জুনিয়র সায়েন্টিফিক অফিসারঃ ২
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব মাইন সেফটি: ২
ডিরেক্টর জেনারেলঃ ১
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ৩
আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২৫ টাকা জমা দিতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। প্রার্থীদের নগদে অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- গত ৮ জুলাই থেকে
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ২৭ জুলাই
নিয়োগ পদ্ধতি
পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ে থাকবে মোট ১০০ নম্বর। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। তবে ওবিসিদের পাস মার্কস ৪৫ নম্বর এবং জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে পাস মার্কস ৪০ ধার্য করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
- হোমপেজে গিয়ে ইউপিএসসি 2023 রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে।
- একটি নতুন উইনডো খুলে যাবে, যেখানে যে পদের জন্য আবেদন করবেন সেটিতে ক্লিক করতে হবে।
- আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য হার্ড কপি রেখে দিতে হবে।