প্রযুক্তি

বিশেষ চমক গ্রাহকদের জন্য, মাত্র ৮৫০ টাকাতেই এবার দুর্দান্ত স্মার্টফোন দিচ্ছে Oppo, এখনই না কিনলেই মিস

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে বলা যায়। এখন তো ফোন দিয়ে শুধুমাত্র একে অপরের সঙ্গে যোগাযোগ নয়, নানান গুরুত্বপূর্ণ কাজও করা হয়। নানান প্রয়োজনীয় লেনদেনও অনায়াসেই সেরে ফেলা যায় ফোনের মাধ্যমে। তাই এখন স্মার্টফোন কেনার দিকেই ঝোঁক বেশি সব বয়সী মানুষদেরই।

তবে অনেকেই স্মার্টফোনের দামের জন্য তা সহজে কিনে উঠতে পারেন না। কিন্তু এখন যদি একেবাড়ে সাধ্যের মধ্যেই স্মার্টফোন পাওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এবার স্মার্টফোনে এক দুর্দান্ত অফার নিয়ে এল Oppo। এবার তাদের Oppo A17 স্মার্টফোনটি গ্রাহক কিনতে পারবেন মাত্র ৮৫০ টাকাতেই।

কোথায় এত কম দামে মিলবে এই ফোন?

এখন মানুষ অনলাইন শপিং করতে ভালোবাসে। নানান ই-কমার্স সাইটেই মাঝেমধ্যেই ফোনের উপর আকর্ষণীয় সব ছাড় পাওয়া যায়। তেমনই এক দুর্দান্ত অফার দিয়েছে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon।

কীভাবে মিলবে এই অফার?

Oppo A17 (64GB+4GB) ফোনের আসল দাম ১৪,৯৯৯ টাকা। তবে Amazon সাইটে এই ফোনে অনেক ছাড় পাবেন গ্রাহক। ১৭ শতাংশ ছাড়ের পর এই ফোন ১২,৪৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহক। এখানেই শেষ নয়, এই ফোন কিনতে অনেক ব্যাঙ্ক অফারও মিলবে। যেমন HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে ১ হাজার টাকা ছাড় পাবেন গ্রাহক। এছাড়াও রয়েছে আরও অফার।

এক্সচেঞ্জ অফারের অধীনে আলাদা একটি ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহক। গ্রাহক যদি নিজের পুরনো স্মার্টফোনটি Amazon-এ ফেরত দেন, তাহলে ১১,৮৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে বলে জানা গিয়েছে। তবে এই ছাড় পেতে হলে পুরনো স্মার্টফোনের অবস্থা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। গ্রাহকের পুরনো ফোনটির মডেলের উপরও দামের পরিমাণ নির্ভর করবে। Oppo A17 ফোনটি কিনতে গেলে আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে না গ্রাহককে। এতে বিনামূল্যে ডেলিভারি অপশনও মিলবে এই ফোনে।

Oppo A17 ফোনটির বিশেষত্ব কী?

Oppo A17 ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের গতি নিয়ে ভাবার কোনও দরকার। ফোনটিতে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। এছাড়াও ফোনের ব্যাটারির দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। এই ফোনে রয়েছে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি যার কারণে এই ফোন বার বার চার্জ দেওয়ার দরকার পড়বে না।

Back to top button
%d bloggers like this: