আন্তর্জাতিক

বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’! ৩ বছরের শিশুকন্যাকে কেড়ে নিয়েছে জার্মানি সরকার, সন্তানকে দেশে ফেরাতে কঠিন লড়াই আরিহার মা-বাবার

কিছুদিন আগেই একটি সিনেমা মুক্তি পায় ‘মিসেস চ্যাটার্জি vs নরওয়ে’ নামের। ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখার্জী ও অনির্বাণ ভট্টাচার্য। এক ভারতীয় দম্পতি যারা নরওয়েতে বসবাস শুরু করেন কাজের সূত্রে। কিন্তু মায়ের কোল থেকে নরওয়ে কর্তৃপক্ষ ছিনিয়ে নেয় তাঁর ছোট্ট শিশুকে। নরওয়ে সরকারের মত ছিল যে মা তাঁর সন্তানকে ঠিকমতো লালন-পালন করতে পারছেন না। সন্তানকে ফিরিয়ে আনার এক কঠিন লড়াইয়ের কাহিনী ফুটে ওঠে ওই ছবিতে।

এই ছবিটি আসল ঘটনা থেকেই অনুপ্রাণিত। বাস্তব জীবনের একটি ঘটনাই তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। সেরকমই আরও একটি ঘটনা উঠে এল বাস্তবে। জার্মানিতে বসবাসকারী এক ভারতীয় দম্পতি যাদের সঙ্গেও ঘটেছে এই একই ধরণের ঘটনা। তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ছোট্ট শিশুকন্যাকে।

ওই শিশুর নাম আরিহা শাহ। তাঁর মা-বাবা আসলে গুজরাতের বাসিন্দা। কর্মসূত্রে জার্মানিতে থাকেন তারা। জানা গিয়েছে, ২০২১ সালে আরিহা ভুলবশত নিজের গোপনাঙ্গে আঘাত করে ফেলে। সেই সময় তার বয়স ছিল মাত্র ৭ মাস। আরিহার মা-বাবা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে আরিহার চিকিৎসা করে তারা জানান যে সে একদম ঠিক আছে।

এরপর ফলো-আপ চিকিৎসার জন্য ফের চিকিৎসকের কাছে গেলে ফের চিকিৎসক জানান যে আরিহা ঠিক আছে। কিন্তু এরপরই ঘটে সেই ভয়াবহ ঘটনা। চিকিৎসক আরিহাকে জার্মানির এক শিশুসেবা সংগঠনের হাতে তুলে দেন। ছিনিয়ে নেওয়া হয় আরিহাকে তার মা-বাবার থেকে। চিকিৎসকদের অভিযোগ, আরিহার গোপনাঙ্গে আঘাত মানে তাকে যৌ’ন নির্যাতন করা হয়েছে।

এরপর থেকেই আরিহার মা-বাবা লড়ে যাচ্ছেন নিজের সন্তানকে কাছে পেতে। আজ প্রায় আড়াই বছর পরও তারা তাদের সন্তানের থেকে দূরে। মাসে একবার করে এক ঘণ্টার জন্য নিজের সন্তানের সঙ্গে দেখা করতে পারেন তারা। ভারতীয় দূতাবাস ও ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন আরিহার মা-বাবা যাতে তাকে তারা ভারতে নিয়ে চলে আসতে পারে। জার্মানি সরকারের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত।

আরিহা শাহের বাবা-মায়ের দাবী, আরিহাকে ভারতে প্রত্যাবর্তন করা হোক এবং ভারতীয় শিশু কল্যাণ কর্তৃপক্ষের যত্ন ও দায়িত্বে মাতৃ পরিবার বা জৈন পরিবারের সাথে রাখা হোক। পরিবারের অভিযোগ, জার্মান কর্তৃপক্ষ ছোট্ট আরিহাকে তার জৈন শিকড় থেকে বিচ্ছিন্ন করছে। এমনকি এও জানানো হয়েছে যে আরিহা তার মা-বাবার সঙ্গে ভীষণভাবে জড়িত যা একটা শিশুর পক্ষে খুব খারাপ। কারণ তাহলে সে নাকি আত্মনির্ভর হতে পারবে না। শিশুকে মায়ের খাইয়ে দেওয়াকেও সে দেশে জোর করে খাওয়ানোর পর্যায় ফেলা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আরিহার মা ধারা শাহ ভিডিওতে আবেদন করে জানান যাতে তাদের মেয়েকে ভারতে ফিরিয়ে আনার জন্য তাদের সাহায্য করে ভারতীয় সরকার। তিনি এও জানান আরিহাকে কোনও ভারতীয় ভাষা শেখাতেও দিচ্ছে না জার্মানি কর্তৃপক্ষ। তাদের মতে, আরিহা যদি এখন ভারতে আসে তাহলে সে এখানকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না আর এর জেরে তার শিশুমনের উপর গভীর প্রভাব পড়বে। কিন্তু আরিহার মা-বাবার কথায়, নিজের দেশে নিজের পরিবারের সঙ্গে থাকলেই সে ভালো থাকবে। বারবার সেই কারণে নিজের মেয়েকে নিয়েই ভারতে প্রত্যাবর্তন করার আর্জি জানাচ্ছেন আরিহার মা।

Back to top button
%d bloggers like this: