কলকাতা

মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহরে! মহিলা ক্যাবচালককে অশালীনভাবে স্পর্শ, কুপ্রস্তাব, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যাত্রী

ফের একবার শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এক মহিলা ক্যাবচালককে শ্লীলতাহানির অভিযোগ উঠল খাস কলকাতা থেকে। এক যাত্রীর বিরুদ্ধে মহিলা ক্যাবচালককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ। জানা গিয়েছে, ওই যাত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ওই যাত্রী কলকাতা বিমানবন্দর থেকে একটি ক্যাব বুক করেন। গড়িয়াহাটের একটি হোটেলে যাবেন বলে জানান তিনি। ওই ক্যাবের চালক ছিলেন এক মহিলা। ওই মহিলা চালকের অভিযোগ, ওই যাত্রী গাড়ির পিছনের সিটে বসে তাঁকে অনবরত স্পর্শ করার চেষ্টা করছিলেন।

মহিলা ক্যাবচালকের দাবী, ওই যাত্রী তাঁকে আপত্তিজনকভাবে ছোঁয়ার চেষ্টা করছিলেন একনাগাড়ে। তিনি একাধিকবার নিষেধ করলেও কথা কানে নেন নি ওই যাত্রী। এরপর ওই ব্যক্তিকে ক্যাব থেকে নেমে যেতে বলেন মহিলা চালক। তবে যাত্রী তাঁকে পরে আশ্বস্ত করায় তিনি ওই ব্যক্তিকে গড়িয়াহাটের হোটেল পর্যন্ত ছেড়ে দেন।

কিন্তু এখানেই শেষ নয়। মহিলা ওই ক্যাবচালক জানান, গন্তব্যে ছেড়ে আসার পর থেকেই ক্রমাগত তাঁকে মেসেজ করতে থাকেন ওই যাত্রী। একের পর এক কুপ্রস্তাব দিতে থাকেন। এই ঘটনাটি অনলাইন ক্যাব অপারেটর গিল্ডে জানান ওই মহিলা ক্যাবচালক।

এরপরই গিল্ডের সদস্যরা এদিন রাতেই ওই মহিলা ক্যাবচালককে নিয়ে হাজির হন গড়িয়াহাটের ওই হোটেলে। ওই মহিলাকে দিয়েই ফোন করানো হয় ওই যাত্রীকে। ওই ব্যক্তি নীচে নামলে তাঁকে ধরে নিয়ে যায় গড়িয়াহাট থানার পুলিশ। মহিলা ক্যাবচালক লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ওই মহিলা ক্যাবচালক জানান, “উনি বারংবার পিছনের সিটে বসে আমাকে স্পর্শ করছিলেন। আমি ওনাকে বলি স্যর আপনি নেমে যান। আমায় ভাড়া দিতে হবে না। এরপর উনি বললেন আপনি সেফলি চলুন। ওনাকে গড়িয়াহাটের একটি হোটেলে নামানোর পর থেকেই ম্যাসেজ করেন। কুপ্রস্তাব দেওয়া হয়। এরপর আমি ইউনিয়নকে জানাই। পরে পুলিশের কাছে অভিযোগ করি। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে”।

Back to top button
%d bloggers like this: