প্রযুক্তি

লাগবে না লাখ লাখ টাকা, এবার মাত্র ২০,০০০ টাকাতেই ঘরে তুলুন হিরোর নতুন বাইক, দুর্ধর্ষ ফিচার্স ও লুক

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Hero Karizma XMR 210। এই বাইক বাজারে এনে একরকম নস্টালজিয়াকে যেন উস্কে দিয়েছে হিরো মটোকর্প। নতুন এক জন্ম হয়েছে Hero Karizma। এই বাইক দেখে অনেকের মনেই তা কেনার আশা জেগেছে। কিন্তু বাইকের দামের কারণে পিছিয়ে যাচ্ছেন অনেকেই। তবে এবার এই বাইক মাত্র ২০,০০০ টাকাতেই কিনতে পারেন গ্রাহকরা।

প্রথমেই দেখে নেওয়া যাক এই বাইকের ফিচার্স

  • এই Hero Karizma XMR-এ রয়েছে 210 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
  • এই বাইক সর্বোচ্চ ২৫.৫ পিএস শক্তি এবং ২০.৪ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।
  • এই বাইকে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে।
  • Hero Karizma XMR মিলবে ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
  • এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, WiFi, নেভিগেশন, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ট্রিপমিটার, টেকোমিটার।
  • Hero Karizma XMR-এর ফুয়েল ক্যাপাসিটি ১১ লিটার।
  • এই বাইকের সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৬৩.৫ কেজি।
    Hero Karizma XMR-এ থাকছে টেল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, এলইডি।
  • স্টিল ট্রেলিস ফ্রেম দিয়ে তৈরি টিউবলেস টায়ার মিলবে এই বাইকে।

কত দাম Hero Karizma XMR বাইকের?

এই বাইকের এক্স-শোরুম দাম ১,৭২,৯০০ টাকা। তবে এই বাইকের অন-রোড ১.৯২ লক্ষ টাকা। কেউ এই বাইক কিনতে গেলে, অন্তত ২ লক্ষ টাকা প্রস্তুত রাখতে হবে। তবে অনেকেই একসঙ্গে অতগুলো টাকা দিয়ে এই বাইক কিনতে পারছেন না। তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থাও।

EMI-তে কিনুন এই Hero Karizma XMR

ফাইন্যান্সিংয়ে এই বাইক কিনতে গেলে গ্রাহককে দিতে হবে ২০,০০০ টাকা। অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য অনুযায়ী, কেউ যদি ২০,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে তিনি ব্যাঙ্ক থেকে ১,৭১,৬৫৯ টাকা ঋণ নিতে পারবেন বাইক কেনার জন্য। এর জন্য সুদের হার ৯.৭ শতাংশ পান। গ্রাহক যেমন মেয়াদ বেছে নেবেন, সেই অনুযায়ী মাসিক কিস্তি। দিতে হবে গ্রাহককে।

Back to top button
%d bloggers like this: