কলকাতা

কলকাতা জুড়ে ‘মোদী হটাও দেশ বাঁচাও’ পোস্টার AAP-এর, বাংলার দুর্নীতি নিয়ে কেন চুপ কেজরিওয়ালের দল? শাসকদলের চাপ?

কিছুদিন আগেই দিল্লিতে এমন ঘটনা দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী পোস্টারে ছেয়ে গিয়েছিল দিল্লির নানান প্রান্ত। ‘মোদী হটাও দেশ বাঁচাও’ লেখা প্রায় ২০০০ পোস্টার মিলেছিল দিল্লি থেকে। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আম আদমি পার্টির তরফে মোদী বিরোধী সেই পোস্টার দেওয়া হয়েছিল। এবার সেই একই ঘটনা ঘটতে দেখা গেল কলকাতাতেও।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করেই বাংলায় জমি শক্ত করতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সেই কারণে চলছে নানান কর্মসূচি। এবার কলকাতার নানান জায়গায় মোদী বিরোধী পোস্টার লাগাল আপ যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

কালীঘাট মেট্রো স্টেশন থেকে শুরু করে গড়িয়াহাট, সল্টলেক নানান জায়গায় দেখা গেল মোদী বিরোধী পোস্টার। কিছুদিন আগে দিল্লিতে এমন পোস্টার দেখা গিয়েছিল। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদ তুলে এমন পোস্টার দেওয়া হয় আম আদমি পার্টির তরফে। কিন্তু বাংলায় কেন?

বাংলায় যদি জমি শক্ত করতেই হয়, তাহলে আম আদমি পার্টির আসল লড়াই হওয়া উচিত এখানকার শাসক দলের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে। কিন্তু তা না করে বিজেপির বিরুদ্ধে বাংলায় কেন এহেন পোস্টার? তা নিয়ে উঠেছে প্রশ্ন।

বাংলা যে দুর্নীতিতে ভরে উঠেছে, বাংলার শাসক দলের একাধিক নেতা দুর্নীতির দায়ে জেলবন্দি, তা নিয়ে কখনও সরব হতে দেখা যায় নি কেজরিওয়ালের দলকে। তাহলে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই কেন যেখানে বিজেপি বিরোধী দল। সবটাই শাসক দলের ভয় নয় তো?

ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় আপ মানুষের স্বার্থে নয়, বরং নিজেদের স্বার্থেই রাজনীতি করতে আসছে। তাদের লক্ষ্য তৃণমূলকে গদিচ্যুত করা নয়, বরং বিজেপিকে বাংলায় আটকানো। সেই কারণেই তৃণমূল বিরোধী কোনও প্রতিবাদ করতে কখনও দেখা যায়নি কেজরিওয়ালের দলকে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কী সত্যিই বাংলায় তৃণমূলের ‘বি টিম’ হয়েই কাজ করছে আম আদমি পার্টি? যদিও মোদী বিরোধী এই পোস্টারের বিষয়ে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এমন আক্রমণ যে আগামীদিনেও দেখা মিলবে, তা বেশ স্পষ্ট।

Back to top button
%d bloggers like this: