কলকাতা

মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি, উঠছে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ঢুকে গেল এক অচেনা ব্যক্তি। গোটা রাত বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল সেই ব্যক্তি। সকালে ওই ব্যক্তিকে দেখে ধরা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে এমন কড়া নিরাপত্তা থাকার পরও কীভাবে বাড়ির পাঁচিল টপকে ওই ব্যক্তি ঢুকে পড়ল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, শনিবার রাত ১টা নাগাদ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে। সারারাত বাড়ির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে ওই ব্যক্তি। সকালে দেখতে পেয়েই তাকে ধরা হয়। ওই ব্যক্তিকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। কী করে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের চোখের এড়িয়ে ঢুকে পড়লেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার পিছনে কারণটাই বা কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পাড়ায় জোড়া খুনের মামলার পর এদিনের এই ঘটনাটি নিরাপত্তার বিষয়টিকে কাঠগড়ায় তুলে দিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়, সেখানে তা ভেদ করে অভিযুক্ত ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করতে পারে, তবে রাজ্যে মানুষের নিরাপত্তা কোথায়। এর পিছনে কী রাজনীতি রয়েছে?‌ বিজেপি এভাবে লোক পাঠিয়েছে?‌ খুন করার পরিকল্পনা ছিল কী?‌ নাকি অপরাধ করে গা–ঢাকা দিতে এখানে লুকিয়ে পড়েছিল?‌ নানান মহল থেকে এমন নানান প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রের খবর, এই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নয়। তবে সেটা কেমন তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাতের নিরাপত্তা রক্ষীদের কৈফিয়ত চাওয়া হতে পারে।

Back to top button
%d bloggers like this: