সাত সকালে বড় দুর্ঘটনা, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন, পুড়ে ছাই এসি, প্রবল আতঙ্কে যাত্রীরা

সকাল সকালই ঘটে গেল বড় দুর্ঘটনা। আগুন লাগল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। গোটা বিল্ডিং ধোঁয়ায় ভরে যায়। সেই বিল্ডিংয়ের নিচের মেট্রো স্টেশন। আগুনের ঘটনা চাউর হতেই আতঙ্ক ছড়ায় যাত্রী ও মেট্রো কর্মীদের মধ্যে। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে। এই ঘটনার ফলে মেট্রো পরিষেবায় কোনও বিঘ্ন ঘটে নি বলেই খবর।
কী ঘটেছিল ঘটনাটি?
অন্যান্য দিনের মতোই আজ, বুধবার সকালেও নির্দিষ্ট সময়ে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু রবীন্দ্র সদন মেট্রো বিল্ডিংয়ের রির্জাভেশন অফিসের উপরে কুলিং টাওয়ারে আগুন লাগে। দোতলা ও তিনতলায় আগুন ছড়িয়েছে বলে খবর। সকাল পৌনে আটটা নাগাদ কাউন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে আগুন লাগল?
প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। সেখানে দাহ্য পদার্থ থাকার ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কাউন্টারের অনেকাংশই আগুনে পুড়ে গিয়েছে বলে খবর। তবে কর্মীরা সেই সময় কাউন্টারে না থাকায় কোনও বড় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে।
কী জানাল মেট্রো কর্তৃপক্ষ?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে রিজার্ভেশন অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আপাতত রিজার্ভেশন বন্ধ থাকবে। তবে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক।
মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের আতঙ্কের কোনও কারণ নেই। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে আশাবাদী কর্তৃপক্ষ। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বিল্ডিংয়ে যথাযথ অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কী না, তাও দেখা হচ্ছে ভালো করে।