কলকাতা

বর্ষামুখর শহর! আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গে, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

চলতি দক্ষিণবঙ্গে যেন বৃষ্টিতে ঘাটতি পড়েছে। দফায় দফায় একটু বৃষ্টি হলেও তেমন ভারী বৃষ্টি বর্ষার মরশুমে দক্ষিণবঙ্গবাসী এখনও এই বছর দেখেনি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাল যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহেই শহরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও জানা গিয়েছে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

আজ, বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা গতকাল ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী ২৪ ঘণ্টা পরই কলকাতায় ঝেঁপে নামবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

জানা গিয়েছে, দার্জিলিং সহ পার্বত্য এলাকায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এদিকে ভারী বৃষ্টি হবে সমতলের তরাই ও ডুয়ার্সে। মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি বাড়বে।

চলতি বছরের বর্ষার মরশুমে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি বললেই চলে। এখনও প্রায় ৪৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে আবহাওয়া বদলাচ্ছে ধীরে ধীরে। দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদদের মতে, বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমবে।

বলে রাখি, এদিকে আইএমডি-র তরফে ৬টি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, গত ২৫ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ডে এই সতর্কতা জারি থাকবে।

Back to top button
%d bloggers like this: