গ্রেফতারির পর তিনবার ফোন মমতাকে, চতুর্থবার ফোন করতেই পার্থর নম্বর ব্লক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দাবী তৃণমূল সূত্রেরই

গত শনিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর ইএসআই থেকে বেরোনোর সময় পার্থ একবার সংবাদমাধ্যমে বলেছিলেন যে তিনি নেত্রীকে ফোন করেছিলেন কিন্তু তাঁকে ফোনে পান নি।
এরপর ইডির গ্রেফতারির মেমোয় দাবী করা হয় যে মুখ্যমন্ত্রীকে ভোর রাতে দু’বার ও শনিবার সকালে একবার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর এল আরও এক বড় তথ্য। সূত্রের খবর অনুযায়ী, পার্থর নম্বর থেকে মুখ্যমন্ত্রীকে তিনবার ফোন করা হয়। কিন্তু চতুর্থবার ফোন করতেই দেখা যায় যে পার্থর নম্বর ব্লক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তৃণমূলের একটি সূত্র থেকে এই খবর মিলেছে।
তৃণমূলের এক শীর্ষ সারির নেতার কথায়, “দিদি নম্বর ব্লক করে দিয়ে থাকলে ভালো করেছেন। এই যে এত মহিলা-সঙ্গ, এত এত বাড়ি, জমি, খামার বাড়ি, পুকুর, স্কুল— এ সব কি দিদিকে বলে করেছিলেন? এ বার যখন ধরা পড়েছেন, তখন নিজেকেই সামলাতে হবে। এমন নয় যে কেউ স্বাধীনতা আন্দোলন করছিলেন। এখন দল তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে”।
ইডির গ্রেফতারির মেমোয় দেখা গিয়েছে যে শুক্রবার মাঝ রাত ১টা ৫৫ মিনিটে সরকারিভাবে পার্থকে গ্রেফতার করে ইডি। এরপর এদিন ২টো ৩৩ মিনিটে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন পার্থ। কিন্তু সেই সময় তিনি ফোন ধরেন নি। এরপর মাঝ রাত ৩টে ৩৭ মিনিটে একবার দলনেত্রীকে ফোন করেন পার্থ। সেই সময়ও ফোন ধরা হয়নি।
এরপর শনিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ ফের মমতাকে ফোন করে পার্থ। সেইবারও ফোন ধরেন নি মমতা। তবে এরপর ফের ফোন করা হলে দেখা যায় যে পার্থর নম্বর ব্লক করে দিয়েছেন নেত্রী। ইডির গ্রেফতারির মেমোয় এমনটা দেখা নে গেলেও তৃণমূলের একটি সূত্রে এমনটাই দাবী করা হয়েছে।
বলে রাখি, গতকাল, মঙ্গলবার ভুবনেশ্বর থেকে কলকাতা ফেরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ভুবনেশ্বর এইমসের তরফে বলা হয় যে পার্থর শারীরিক অবস্থা এমন কিছু সিরিয়াস নয় যে তাঁকে ভর্তি করতে হবে। কলকাতা ফিরিয়ে ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পার্থকে। আপাতত তাঁকে ১০ দিনের হেফাজতে নিয়েছে ইডি।