কলকাতা

‘আমি কোনও ভগবান-টগবান নই, শয়তান হয়ে গিয়েছি’, ভরা এজলাসে কেন এমন মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় এখন সকলের মুখে মুখে ঘুরছে একটাই নাম, তা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর একের পর এক পর্যবেক্ষণ এক একটা ঝড়ের সমান বলা যেতে পারে। কলকাতা হাইকোর্টের এই বিচারপতি যেন চাকরিপ্রার্থীদের কাছে ভগবান তুল্য। কিন্তু এবার ভরা এজলাসে সেই বিচারপতিই বললেন, “আমি কোনও ভগবান-টগবান নই, শয়তান হয়ে গিয়েছি”। তাঁর এহেন মন্তব্যে বেশ জল্পনা তৈরি হয়েছে।

আজ, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি চলছিল। সেই সময় এক মহিলা এগিয়ে আসেন। তিনি বলেন, “ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা”।

এটা শুনে বেশ কিছুটা অবাক হয়ে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এখন তো মামলা মেনশনের সময় নেই। তাছাড়া এভাবে বলছেন কেন? এভাবে কি মামলা করা যায়”? ওই মহিলা পালটা বলেন, “বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। বাচ্চার মুখের দিকে চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করেও কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি”।

এরপর বেশ আক্ষেপের সুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি আর আগেই মতো নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান”। একথা শুনে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে যা ওই মহিলা।

ওই মহিলা তখন বলেন, “এভাবে বলবেন না। আপনি দেশের জন্য যা করেছেন তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।” বিচারপতি পালটা জবাব দেন। বলেন, “আপনার মামলার নম্বর কত? দিয়ে যান বুধবার বিষয়টি দেখতে পারি”।

এদিন এজলাস ছেড়ে যাওয়ার পথে হঠাৎ পা পিছলে পড়ে যান ওই মহিলা। কয়েকজন আইনজীবী তাঁকে তুলে ধরেন। মহিলা বলেন, “মাথা ঘুরে গিয়েছিল”। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বাস দিয়ে বলেন, “সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না”।

Back to top button
%d bloggers like this: