রাজ্য

‘নেংটি ইদুর নয়, ধেড়ে ইদুর ধরা পড়বে’, এবার ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের মুখেও

রাজ্যে ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে এখন বেশ আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এবার ফের ডিসেম্বর (December) নিয়ে মন্তব্য করতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। এদিন সরাসরি হাইকোর্টের বিচারপতি মন্তব্য উদ্ধৃত করে তিনি বললেন, “মাননীয় বিচারপতি ইঙ্গিত দিয়েছেন, নেংটি ইদুর নয়, ধেড়ে ইদুর ধরা পড়বে। সেটা একটা ইঙ্গিত। তারপর কিছু একটা হতে পারে”।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তিনটি তারিখের উল্লেখ করে ‘ডিসেম্বর ধামাকা’ হবে বলে দাবী করেছেন। তবে সে বিষয়ে কিছু জানেন না বলেই দাবী করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “১২ তারিখ কী হবে জানি না। আমার তো কিছু মনে হচ্ছে না। তিনি আরও বলেন, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর সম্ভবত তিনটি মামলার দিন ছিল জানি। কিন্তু, আজ মামলা হচ্ছে না, পিছিয়ে গিয়েছে। কী কারণ জানি না। শুনেছি, সম্ভবত সুপ্রিম কোর্টে পুরোনো কেস হবে না ১২ থেকে ১৫ তারিখ অবধি”।

তবে আদালতের মামলার উপর নির্ভর করে কিছু বলা যায় না বলেই দাবী করেন মেদিনীপুরের সাংসদ। তাঁর কথায়, “কোর্টে কী ফয়সালা হবে, তা জানি না। তবে কোর্টে মামলার উপর ভিত্তি করে কিছু বলা যায় না। আগেও সিঙ্গুর কেস নিয়ে হইহই হয়েছে, কিছু হয়নি। রাজনীতিতে এই তারিখের কী গুরুত্ব আছে জানি না”।

সূত্রের খবর অনুযায়ী, এদিন রাতে দিল্লি থেকে রাজ্যে ফিরবেন শুভেন্দু অধিকারী,। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। সেই বৈঠকে কিছু ধামাকা হতে পারে বলে জল্পনা রয়েছে অনেকের মনেই। কোনও প্রভাবশালী তৃণমূল নেতা কী তাহলে বিজেপিতে যোগ দেবেন? এমন প্রশ্নও উঠেছে।

তবে অমিত শাহ্‌’র সঙ্গে শুভেন্দুর বৈঠকে সমস্ত জল্পনা কার্যত নস্যাৎ করে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কোনও বৈঠকের কথা আমার জানা নেই। আর এখন কেউ বিজেপিতে আসবে বলে আমার মনে হয় না। আর কেউ এলেও বিজেপি আপাতত নেবে বলে মনে হয় না”।

তবে এটা স্পষ্ট যে শুভেন্দুর ডিসেম্বর ধামাকা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের কোনও মিল নেই। তবে সিবিআই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেলে কেউ ধরা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিন বিচারপতির মন্তব্য উদ্ধৃত করে দিলীপ ঘোষ বলেন, “ধামাকা কী হবে আমার জানা নেই। তবে হওয়া উচিত। যে ধরনের তদন্ত চলেছে, তথ্য সামনে আছে। তাড়াতাড়ি পদক্ষেপ করা উচিত। খুব বেশিদিন মানুষের ধৈর্য থাকে না। মাননীয় বিচারপতি বারবার অসন্তুোষপ্রকাশ করেছেন। ঠিকমতো কাজ হচ্ছে না। সময়ে হচ্ছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেংটি ইদুর নয়, ধেড়ে ইদুর ধরা পড়বে। সেটা একটা ইঙ্গিত। সুতরাং কিছু একটা হতে পারে”।

Back to top button
%d