কলকাতা

দোল-হোলিতে লাগাতার নিয়মভঙ্গ, ম’দ্য’প অবস্থায় গাড়ি চালানো থেকে একাধিক অভিযোগে গ্রেফতার ৫৪৭ জন, ৫৭ লিটার ম’দ বাজেয়াপ্ত করল পুলিশ

দোল ও হোলি, এই দু’দিন শহরে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত ছিল পুলিশ। শহরের নানান জায়গায় বিশেষত গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে ছিল কড়া পুলিশি নজরদারি। এই দু’দিন নানান জায়গায় আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫৪৭ জনকে। প্রায় ৫৭ লিটার ম’দ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই দু’দিনে কলকাতা থেকে ৩০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দোলের দিন ২১২ ও হোলির দিন গ্রেফতার করা হয়েছে ১৯৭ জনকে। বিধাননগর থেকে গ্রেফতার করা হয়েছে ১৩৮ জনকে।

এর মধ্যে ম’দ্য’প অবস্থায় গাড়ি চালানোর জন্য ৮৩ জন, অতিরিক্ত যাত্রী বহনের জন্য ৮১ জন, বিপজ্জনক গাড়ি চালানোর জন্য ৭৭ জন এবং হেলমেট না থাকার জন্য ২৪৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ট্রাফিক পুলিশ।

অন্যদিকে, ম’দ্য’পান করে গাড়ি চালানোর জন্য বিধাননগর ট্রাফিক পুলিশ ৫৯ জনকে আটক করেছে। মোটর ভেহিকেলস আইন লঙ্ঘন করার জন্য ৮০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

দোল ও হোলিতে বেপরোয়া বাইক আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। উত্তর কলকাতা ও মধ্য কলকাতা থেকে হেলমেট ছাড়া বাইক চালানো ও একটা বাইকে দুইজনের বেশি লোক নিয়ে যাতায়াতের অভিযোগ আসতে থাকে।

পুলিশ সূত্রে খবর, যে এলাকাগুলিতে বেশি সমস্যা হয়, সেই এলাকা চিহ্নিত করা বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রতিটি ট্র্যাফিক গার্ডে কমপক্ষে তিনটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয় দোল ও হোলি, এই দু’দিন।

পুলিশের এক আধিকারিকের কথায়, ম’দ্য’পান করে গাড়ি চালানো যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেই কারণে প্রতিটি গাড়ি তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও, সমস্ত স্থানীয় থানাকেও অপ্রীতিকর ঘটনা এড়ানর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

Back to top button
%d