কলকাতা

আগামীকাল কলকাতায় পা রাখছেন মোদী, বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা, কাজে বেরোনোর আগে জেনে নিন ট্র্যাফিক নির্দেশিকা

আগামীকাল, শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হাওড়া স্টেশনে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করবেন তিনি। এর সঙ্গে রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি। এই কারণে আগামীকাল কলকাতার বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে।

আগামীকাল সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে উড়ে যাবেন রেসকোর্সে। সেখান থেকে মোদীর কনভয় রওনা দেবে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে বেশ কর্মসূচি রয়েছে তাঁর। এদিন যে রাস্তা দিয়ে মোদীর কনভয় যাবে, সেই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

জানা গিয়েছে, আগামীকাল, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হাওড়া ব্রিজ ও স্ট্র্যান্ড রোড সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিকল্প পথ হিসেবে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ওই রাস্তার গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও জহরলাল নেহেরু-সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড-এপিসি রোড ও রবীন্দ্র সরণি-বেন্টিক স্ট্রিট দিয়ে যান চলাচল করতে পারবে।

সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী বিশেষ হেলিকপ্টারে করে রেস কোর্সে নামবেন। রেসকোর্স থেকেই কেপি রোড-রেড রোড ধরে প্রধানমন্ত্রীর কনভয় অকল্যান্ড রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে তিনি যাবেন নেভি হাউস। সেখানেই জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন মোদী।

এরপর নেভি হাউস থেকে বেরিয়ে ন্যাপিয়ের রোড ধরে আসবেন রেসকোর্সে। সেখান থেকে ফের কপ্টারে করে কলকাতা বিমানবন্দরে উরে যাবেন প্রধানমন্ত্রী। এই গোটা সময়টাই এই রাস্তার যানবাহন নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে।

Back to top button
%d bloggers like this: