বাবার ‘যোগ্য’ পুত্র! ‘এমন মার দেওয়া হবে যে খুঁজে পাওয়া যাবে না’, বিজেপি কর্মীদের ‘আড়ং ধোলাই’ দেওয়ার নিদান উদয়ন গুহর ছেলের

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। হাতে মাত্র আর কয়েকটা মাস। সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোটের লড়াই শুরু করে দিয়েছে। সভা, পাল্টা সভা, আক্রমণ, প্রতি আক্রমণ সবই চলছে। এবার ভোটের বিজেপি কর্মীদের (BJP workers) হুঙ্কার শানালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) ছেলে সায়ন্তন গুহ (Sayantan Guha)।
গতকাল, বুধবার রাতে কোচবিহারের দিনহাটা ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের এক সভায় উপস্থিত ছিলেন সায়ন্তন গুহ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন তিনি। ভোটের আগে মন্ত্রীর ছেলের এহেন মন্তব্য রাজ্য-রাজনীতিতে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিন সায়ন্তন গুহ বলেন, “বিজেপির কর্মীরা আমার বাবাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। সাতদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ১৫ দিন বাড়িতে শোয়া অবস্থায় থাকতে হয়েছিল। এখন যদি বিজেপির কোনও গুন্ডাবাহিনী আমাদের কোনও কর্মীদের দিকে আঙ্গুল তোলে তাহলে একটাই দাওয়াই আড়ং ধোলাই”।
এখানেই শেষ নয়। আরও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এমন মার দেওয়া হবে যে তাকে খুঁজে পাওয়া যাবে না”।
এর আগে নানান ধরণের হুঁশিয়ারি, হুঙ্কার দিয়ে শিরোনামে জায়গা করে নিয়েছেন উদয়ন গুহ নিজে। নিজের মন্তব্যের কারণে বিতর্কেও জড়িয়েছেন তিনি। এবার বাবার সেই পথই অনুসরণ করলেন তাঁর ছেলে সায়ন্তন গুহও। পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে যে শাসক-বিরোধী দ্বন্দ্বের কারণে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।