কলকাতা

অনেক ‘মিথ্যে’ বলিয়েছে ইডি, ইডি-র বিরুদ্ধে বড় প্রমাণ নিয়ে আদালতে হাজির কুন্তল, মামলার শুনানিতে কী হল?

নিয়োগ দুর্নীতি নিয়ে গত দেড় বছর রাজ্য উত্তাল হয়ে চলেছে। সেই দুর্নীতিতে এখন জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। তাঁকে দিয়ে নাকি ইডি অনেক মিথ্যে বলিয়েছে, এমনই গুরুতর অভিযোগ করেছিলেন তিনি। হুঙ্কারও দেন যে আদালতে এই নিয়ে প্রমাণ জমা করবেন তিনি।

প্রমাণ কী জমা পড়ল শেষ পর্যন্ত?

সেই মামলার শুনানি ছিল আজ, মঙ্গলবার। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কুন্তলের ওই তর্জন-গর্জনই সার। আদালতে কোনও প্রমাণ জমা দিতেই পারলেন না তৃণমূল নেতা। এর জেরে কুন্তলের চিঠি নিয়ে ফের একদফা জল্পনা বাড়ল। তাঁর এমনই এক চিঠির জেরে সিবিআইয়ের জেরার মুখে পড়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে যাওয়ার পথে কুন্তল দাবী করেছিলেন যে তিনি চিঠি নিয়ে যাচ্ছেন আদালতে। কিন্তু সেই চিঠি শেষ পর্যন্ত জমা আর পড়ে নি।

এদিন কুন্তলকে আদালতে তোলা হলে ফের তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে যাওয়ার সময় যতটা তিনি গর্জন করলেন, আদালত থেকে বেরোনোর সময় তাঁকে আর চিঠির বিষয়ে কিছু বলতে শোনা গেল না। ওই চিঠিতে আদৌ কী ছিল, তাও জানা গেল না।

আদালতে ঢোকার সময় কী বলেন কুন্তল?  

এদিন প্রিজন ভ্যান থেকে আদালত চত্বরে নামার সময় সাংবাদিকদের দিকে একটি সাদা বড় খাম তুলে দেখান কুন্তল। খাম হাতে নিয়ে তিনি বলেন, “ইডি আমাকে দিয়ে কত মিথ্যা বলিয়েছে, এটা তার প্রমাণ। এটা আমি আদালতে দেখাব”।  কিন্তু পরে শুনানি চলাকালীন কোনও খাম বা চিঠি পেশ করেননি তিনি।

কিছুমাস আগেই নিম্ন আদালতে চিঠি দিয়ে কুন্তল দাবী করেছিলেন যে ইডি-সিবিআই নাকি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি, হেস্টিংস থানাতেও অভিযোগ করেছিলেন তিনি। তাঁর সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অভিষেককে জেরা করে সিবিআই।

Back to top button
%d bloggers like this: