কলকাতা

ইংরেজিতে অনুবাদ হবে মমতার ‘কবিতাবিতান’, প্রকাশিত হবে এবারের কলকাতা বইমেলাতেই, থাকছে মুখ্যমন্ত্রীর লেখা রাজনৈতিক প্রবন্ধের বইও

সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতাবিতান’-এর ইংরেজি অনুবাদের বই। এছাড়াও থাকছে ছোটোদের জন্য লেখা মমতার বই। এমনকি সমকালীন বিষয়ের উপর লেখা রাজনৈতিক প্রবন্ধের বইয়েরও দেখা মিলবে এই বইমেলায়, এমনটাই জানা গেল।

এবারের কলকাতা বইমেলার থিম হল স্পেন। এবার স্প্যানিশ সঙ্গীত শুনতে শুনতে নিজেদের পছন্দের বই ঘাঁটাঘাঁটি বা কেনাকাটা করতে পারবেন বইপ্রেমীরা। এই প্রথমবার কলকাতা বইমেলাতেই চাক্ষুষ দেখার সুযোগ মিলবে সপ্তদশ শতাব্দীর প্রাচীন পুঁথি ও পুরনো পাণ্ডুলিপির।

এশিয়াটিক সোসাইটি কলকাতার পক্ষ থেকে বইমেলায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। থিম কান্ট্রি স্পেনের একঝাঁক নামকরা লেখক তো বটেই, সেখানকার নতুন লেখক, প্রকাশকরাও বইমেলা উপলক্ষে টানা কয়েকদিন কলকাতাতেই থাকবেন বলে জানা গিয়েছে। এই বছর স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক বছরের মতো এবারও বইমেলায় অংশগ্রহণ করছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ামুক্তই থাকছে কলকাতা বইমেলা।

গতকাল, মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূত বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড সেলার্স গিল্ড। এই বৈঠকে এদিন গিল্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশুশেখর দে। অন্যদিকে বৈঠকে অংশ নেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ।

এই বৈঠকেই ইঙ্গিত মিলেছে যে মুখ্যমন্ত্রীর কবিতাবিতান ইংরেজিতে অনুবাদ করে প্রকাশিত হবে। অন্যান্য বই প্রসঙ্গে সুধাংশু জানিয়েছেন, “বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রতিবারই প্রকাশিত হয়। এবছরও বেশ কয়েকটি বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে সেগুলি সম্পর্কে এখনই বিশদে বলা যাবে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ১১২টি বই প্রকাশিত হয়েছে”।

এই বৈঠকে এও জানা গিয়েছে যে স্প্যানিশ সাহিত্যের সঙ্গে বঙ্গীয় সাহিত্যের মেলবন্ধন ঘটাতে রবীন্দ্রভারতীর সঙ্গে একটি মউ সাক্ষর করেছে স্পেন। এও জানানো হয়েছে যে রবীন্দ্র সাহিত্যের স্প্যানিশ অনুবাদ হয়েছে। এবারের বইমেলাতে বাংলাদেশের ৭১টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: