নতুন বছরেই রাশি পরিবর্তন করছে কেতু, ৫ রাশির উপর আছড়ে পড়বে দুর্ভাগ্য, চলবে অশুভ দশা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর মানেই সকলের মনে থাকে নতুন আশা। পুরনো সবকিছুকে পিছনে ফেলে নতুন উদ্যমে ফের সবকিছু শুরু করতে চান সকলেই। তবে জ্যোতিষশাস্ত্র মতে, নানান গ্রহের প্রভাবের ফলে কিছু রাশির উপর কেমন শুভ কিছু নেমে আসে, তেমনই আবার কিছু রাশির উপর নেমে আসে অশুভ ছায়াও।
নতুন বছরে কেতু নিজের রাশি পরিবর্তন করছে। গত ১২ এপ্রিল ২০২২ তুলা রাশিতে প্রবেশ করেছিল কেতু। আবার ২০২৩-এর ৩০ অক্টোবর বেলা ১টা ৩৩ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে কেতু। জ্যোতিষ অনুসারে কেতু সব সময় বক্রী চলনে থাকে। নতুন বছরে কেতুর অশুভ দশা গ্রাস করবে ৫ রাশিকে। তাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।
এই ৫ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
বৈদিক জ্যোতিষ অনুসারে নতুন বছরে কেতুর অশুভ প্রভাবে নানা দিক থেকে সমস্যার মধ্যে পড়তে হবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। আপনি মিথুন রাশির জাতক-জাতিকা হলে নতুন বছরে নানা কারণে পারিবারিক সমস্যার মধ্যে পড়বেন আপনি। সংসারে টেনশন লেগেই থাকবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। শুধু তাই নয়, কেতুর কারণে ২০২৩-এ স্বাস্থ্য নিয়েও সমস্যায় ভুগতে হতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
কেতুর প্রভাবে ক্ষতিকর অবস্থার মধ্যে এই বছরে পড়তে চলেছেন মেষ রাশির জাতকরা। আপনি যদি মেষ রাশির জাতক-জাতিকা হন, তাহলে ২০২৩-এ নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কেতুর অশুভ দশায় এই বছরে অসুখ বিসুখে নাজেহাল হতে হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। অংশীদারিত্বে ব্যবসা করলেও সাবধান। ব্য়বসায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের।
মীন রাশি
কেতু গোচরের পর থেকে যে সময় আসবে, তা মোটেও ভালো হবে না মীন রাশির জাতক-জাতিকাদের জন্য। এই পরিস্থিতিতে মীনের জাতকদের প্রতিটি পদক্ষেপ সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। মনের উপর চাপ বাড়বে, এমন ঘটনা থেকে দূরে থাকুন। কোনও কারণ ছাড়াই এই সময় টেনশনে ভুগতে পারেন আপনি। এই সময় মীন রাশির জাতক-জাতিকাদের যে কোনও রকম বিতর্ক থেকে দূর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্কট রাশি
এই বছরে কেরিয়ারে কেতুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে কর্কট রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে এদের। যদি কোথাও বিনিয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা করেন, তবে কেতুর রাশি পরিবর্তন করার সময় তা না করাই ভালো। কোনও নতুন বিনিয়োগ করার জন্য এই সময়টা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য মোটেও উপযুক্ত নয়। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
কন্যা রাশি
জ্যোতিষ গণনা অনুসারে কেতু কন্যা রাশিতে প্রবেশ করার পরে আর্থিক সংকট তীব্র হয়ে দেখা দেবে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে। আপনি কন্যা রাশির জাতক-জাতিকা হলে এই সময় আপনাকে কোনও বড় আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় কোথাও টাকা বিনিয়োগ করবেন না। পরিবারেও এই সময় অশান্তির পরিবেশ দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন কন্যা রাশির জাতক-জাতিকারা।