কলকাতা

দিদির দুয়ারে ভাইজান! বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা, পরিয়ে দিলেন উত্তরীয়

আজ, শনিবারই কলকাতায় এসেছেন বলি সুপারস্টার সলমন খান। আর আজই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন ভাইজান। শনিবার বিকেল চারটের একটু পরে কালীঘাটে মমতার বাড়ির সামনে দাঁড়ায় সলমনের কনভয়। বাড়ির দরজায় দাঁড়িয়ে ভাইজানকে স্বাগত জানান মমতা। সলমন গাড়ি থেকে নামামাত্র তাঁকে পরিয়ে দেন উত্তরীয়।

আজ, শনিবার বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন সলমন খান। এদিন তাঁর পরনে ছিল আকাশি শার্ট, ফেডেড জিন্স, চোখে সানগ্লাস। সলমনের অপেক্ষায় বেশ কিছুক্ষণ আগে থেকেই বাড়ির উঠোনে ঘরোয়া পোশাকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতার বাড়ির সামনে দলের নেতৃত্ব ছাড়াও সলমনের অনেক অনুরাগীদের দেখা গেল। তাঁরা সকলেই নিজের প্রিয় তারকাকে দেখতে জমায়েত করেছিলেন। উচ্ছ্বসিত ছিলেন সকলে। গাড়ি থেকে সলমন খান নামতেই এক লহমায় যেন চারপাশের পরিবেশ বদলে গেল। 

ভাইজানকে দেখে তখন তাঁর অনুরাগীদের যেন খুশির ঠিকানা ছিল না। জনতার উদ্দেশে হাত নাড়িয়ে তাদের ভালোবাসা জানান বলি তারকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি উত্তরীয় পরিয়ে দেন। তিনি হাতজোড় করে নমস্কার করলে মমতার হাত ধরে নেন সলমন।

জুতো খুলেই ঘরে প্রবেশ করেন সলমন খান। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন সলমন। এরপর বেরিয়ে যান। ভাইজানকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসেন মমতা। মমতার কালীঘাটের বাড়ির ছোট্ট বাগানটি সলমনের খুব পছন্দ হয়েছে বলে বোঝা যায় তাঁর শরীরী ভাষাতেই।

Back to top button
%d bloggers like this: