কলকাতা

ভয়ানক কাণ্ড! অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতেনই না, প্রসবের পর বাথরুমের জানলা দিয়ে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে দিলেন মা

ভয়ানক কাণ্ড ঘটল কলকাতায়। বাড়ির বাথরুমে প্রসবের পর বাথরুমের জানলা দিয়েই সদ্যোজাত সন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন মা। সদ্যোজাতকে খু’নের ঘটনায় মহিলার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পিকনিক গার্ডেনে।

জানা গিয়েছে, গত বছরের জুন মাস থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা অ্যান্ডি স্ট্যানিসলসের সঙ্গে সহবাস করছিলেন নিকোলাস স্ট্যানিসলস। গত নভেম্বরে তারা বিয়ে করেন। সূত্রের খবর, গত শনিবার বিকেল সাড়ে চারটের নাগাদ বাথরুমে যান নিকোলাস। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু বাথরুমের জানলার কাচ ভেঙে সেখান থেকে ওই সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে দেন তিনি।

রাস্তায় সদ‌্যোজাতকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে সদ‌্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাকেও ভর্তি করা হয় হাসপাতালে। গত রবিবার মৃত্যু হয় সদ্যোজাতের। মায়ের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

সদ‌্যোজাতকে খু’নের অভিযোগে নিকোলাস নামের ওই মহিলার বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ। মহিলার কথায় তিনি যে অন্তঃসত্ত্বা, তা তিনি জানতেনই না। বাথরুমে যেতেই রক্তপাত শুরু হয় তাঁর। সেখানেই প্রসব করেন তিনি। ঘাবড়ে গিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন শিশুটিকে।

নিকোলাসের স্বামীও একই দাবী করেছেন। অ্যান্ডি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত। তিনি মাদকাসক্ত বলে জানা গিয়েছে। তিনি পুলিশকে জানান যে তাঁর স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। সে যে অন্তঃসত্ত্বা তা তিনি জানতেন না। যদিও পুলিশ এই কথায় বিশ্বাস করতে নারাজ।

Back to top button
%d bloggers like this: