দেশ

মর্মান্তিক দুর্ঘটনা হিমাচলে! খাদে উলটে গেল স্কুলবাস, নিহত স্কুলপড়ুয়া-সহ অন্তত ১৬, পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সপ্তাহের শুরুর দিনই। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে গেল স্কুলবাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। এদের মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে বলে খবর। হিমাচলপ্রদেশের কুলুর এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, আজ, সোমবার সকাল ৮টা নাগাদ হিমাচল প্রদেশের কুলুর নেওলি-শানসের রোড দিয়ে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় ঘটে যায় বিপত্তি। বাসটি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। একেবার দুমড়ে মুচড়ে যায় বাসটি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর/ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। নিহতদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। টুইট করে স্বজনহারাদের সমবেদনা জানানো হয়। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ ও জখমদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া কথা ঘোষণা করা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।

অন্যদিকে, ওড়িশার ফুলবান থেকে ভুবনেশ্বরগামী একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন ওই বাসে। বাসে থাকা চারজন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

Back to top button
%d bloggers like this: