আঁচড়ে-কামড়ে শেষ করে দিল একরত্তির শরীর, পথকুকুরদের হামলায় মৃত্যু ৫ বছরের শিশুকন্যার

গত ফেব্রুয়ারিতে পথকুকুরদের হামলায় মৃত্যু হয়েছিল হায়দ্রাবাদের এক বছর পাঁচেকের শিশুর। শরীরের নানা জায়গায় শিশুটিকে কামড়ে দিয়েছিল পথকুকুররা। সেই আঘাতেই মৃত্যু হয় তার। এবার ফের তেমনই এক ঘটনা ঘটল ছত্রিশগড়ে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ছত্রিশগড়ের কোরিয়া এলাকায় পথকুকুরদের হামলায় প্রাণ হারাল এক শিশুকন্যা। ওই শিশুকন্যার নাম সুকান্তী। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কোরিয়া এলাকার বৈকুণ্ঠপুরের মার্গদর্শন স্কুল রোডে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৬টা নাগাদ বাড়ির বাইরে বের হয় ওই শিশুকন্যা। সেই সময়ই তার উপর হামলা চালায় পথকুকুরদের দল। শিশুকন্যার শরীরের একাধিক জায়গায় আঁচড়ে-কামড়ে দেয় কুকুররা। এর জেরে গভীর ক্ষত হয় শিশুটির শরীরে।
বৈকুণ্ঠপুর থানার আধিকারিক অশ্বিনী সিং বলেন, “খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছাই আমরা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কুকুরে হামলাতেই মৃত্যু হয়েছে শিশুটির। মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে”।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদের অম্বরপেটে ঘটে এমনই একটি ঘটনা। ওই শিশুটির বাবা অম্বরপেটের একটি আবাসনের নিরাপত্তারক্ষী। পাঁচ বছরের ছেলেকে নিজের সঙ্গে করেই কর্মস্থলে নিয়ে আসতেন তিনি। আবাসনের সামনের রাস্তায় হাঁটাহাঁটি ক্রছিল শিশুটি। সেই সময় তিনটি কুকুর শিশুটিকে দেখে ছুটে আসে আর একটি কুকুর শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুদের কামড়ের জেরেই মৃত্যু হয় ওই খুদের।