রাজ্য

‘আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে কিন্তু বামেরা তো টেকনিক্যাল চোর’, নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের খোঁচা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য শোভনদেবের

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে উত্তরোত্তর বিতর্ক বেড়েই চলেছে। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নানান সময় নানান বেফাঁস মন্তব্যও করে ফেলছেন নানা নেতারা। সম্প্রতি বাম জমানায় (CPM regime) নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে রাজ্যে। আর এবার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) বলেন, “আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে কিন্তু বামেরা চুরি করে সাইন্টিফিক্যালি”। তাঁর এই মন্তব্যের জেরে বেশ নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

গত এক বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। এই দুর্নীতির দায়ে জেল খাটছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক তাবড় তাবড় নেতার। আর এমন আবহে এবার বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে পাল্টা সরব হয়েছে ঘাসফুল শিবির। এই নিয়ে নানান তথ্যও সামনে আনা হয়েছে।

এই প্রসঙ্গেই এবার এক দাবী করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের লোকগুলো হাত পেতে টাকা নিয়েছে। দুর্নীতি বামেরাও করেছে। চাকরি ওরাও দিয়েছে। তবে সেটা খুব সাইন্টিফিক্যালি। কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের লোক নিয়েছে। তার বদলে মাসে মাসে পার্টি অফিসে কমিশন নিত। ওরা টেকনিক্যাল চোর”।

বলে রাখি, শোভনদেবই প্রথম নন, এর আগেও বাম জমানায় দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন অনেক তৃণমূল নেতাই। তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে উদয়ন গুহ যারা একসময় বাম নেতা ছিলেন তারাও দাবী করেছেন যে বাম জমানায় দুর্নীতি হয়েছে। তবে এই বিষয়ে বিশেষ আমল দিতে নারাজ বামনেতারা। তারা দাবী করেছে যাতে শ্বেতপত্র প্রকাশ করা হয়।

Back to top button
%d bloggers like this: