জ্যোতিষশাস্ত্র

১৩ দিন পরই বৃহস্পতির গোচর, সংসারে বাড়বে শান্তি, হাতে প্রচুর টাকা আসবে এই ৪ রাশির, ব্যবসায় হবে মুনাফা

আগামী ২২ মার্চ রাশি পরিবর্তন হতে চলেছে বৃহস্পতির। সেদিন মেষ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু। যে বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে অর্থ, শিক্ষা, ধর্মীয় কাজের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। স্বভাবতই যে রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির কৃপা থাকে, তাঁদের হাতে টাকা আসবে।

সিংহ রাশি

বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। যে কাজ শুরু করবেন, তাতে সাফল্য লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় আপনার ব্যাপক লাভ হবে। কারণ সিংহ রাশির যে স্থানে বৃহস্পতির গোচর হচ্ছে, তা ভাগ্যোদয়ের স্থান হিসেবে বিবেচিত হয়। তাই ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কোনও সাফল্যের খবর পেতে পারেন।

মেষ রাশি

দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক ফল মিলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে বৃহস্পতির গোচর হবে, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। হাতে টাকা আসবে। বাড়বে সঞ্চয়ের পরিমাণ। অংশীদারিত্বের ব্যবসায় মুনাফা বাড়বে। সংসারে সুখ বৃদ্ধি পাবে।

মীন রাশি

দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের ধনপ্রাপ্তি হবে। যে অর্থ আটকে ছিল, সেটা ফেরত পাবেন। বিশেষত ব্যবসার ক্ষেত্রে যে অর্থ ধার দিয়েছিলেন, সেটা ফেরত পাবেন। কেরিয়ারের দিক থেকেও উন্নতি হবে মীন রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতি হবে। বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। 

তুলা রাশি

বৃহস্পতির গোচরের ফলে তুলা রাশির জাতক-জাতিকারা শুভ ফল লাভ করবেন। দেবগুরুর আশীর্বাদে ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। ওই সময় ধনপ্রাপ্তির যোগ আছে। আপনি যে টাকার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, সেটা অবশেষে হাতে আসবে। পারিবারিক জীবনে সুখ বাড়বে। কোনও ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন।

Back to top button
%d bloggers like this: