দেশ

দরজা খুলতেই বিপত্তি, সঙ্গে সঙ্গে তেড়ে এল কুকুর, ভয়ে-আতঙ্কে বহুতল থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের

নিজের দায়িত্ব পালন করেই ক্রেতার দোরগোড়ায় খাবার নিয়ে দাঁড়িয়ে ছিলেন ডেলিভারি। কিন্তু ক্রেতা দরজা খুলতেই ঘটে গেল অঘটন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তেড়ে এল ক্রেতার পোষ্য কুকুর। আর তার ভয়ে দৌড় লাগালেন ডেলিভারি ভয়। আতঙ্কের জেরে বহুতল থেকে ঝাঁপ দিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। জানা গিয়েছে, ওই ক্রেতাই ডেলিভারি বয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন তাঁকে তিনি। বর্তমানে ওই যুবক বিপন্মুক্ত বলে জানানো হয়েছে চিকিৎসক মহলের তরফে। তবে এখনও আইসিইউতেই রয়েছেন ওই ডেলিভারি বয়।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, গত বুধবার মহম্মদ রিজ়ওয়ান নামের এক যুবক বানজারা হিলস্‌ এলাকায় এক ক্রেতার বাড়িতে খাবার ডেলিভারি করতে যান। ওই ক্রেতার বাড়িতে ১১ বছরের জার্মান শেপার্ড (কুকুরের এক ধরনের প্রজাতি) ছিল। ক্রেতা দরজা খুলতেই কুকুরটি তেড়ে যায় ডেলিভারি বয়ের দিকে। ভয়ে দৌড়তে থাকেন ওই যুবক। তারপরই আতঙ্কে ৪ তলা থেকে ঝাঁপ দেন তিনি। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই ক্রেতাই দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই যুবককে। তিনিই তাঁকে হাসপাতালে নিয়ে যান। যুবকের মাথায় আঘাত লেগেছে। এই ঘটনায় ওই ডেলিভারি বয়ের ভাই ক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ও ২৮৯ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখি, বিগত কয়েক দিনে দেশের নানান প্রান্ত থেকে কুকুরের আক্রমণের একাধিক ঘটনার কথা সামনে এসেছে। সম্প্রতি গুজরাতের সুরাটে এক বালিকার মুখে কামড়ে গালের মাংস ছিঁড়ে নেয় একটি পথকুকুর। এর আগে, নয়ডার আবাসনে কুকুরের কামড়ে ১ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। এমন নানান ঘটনা আকছার শোনা যাচ্ছে আজকাল।

Back to top button
%d bloggers like this: