দেশ

৭০ বছর পর ফের সেই ঐতিহাসিক মুহূর্ত! মোদীর জন্মদিনেই নামিবিয়া থেকে দেশে পা রাখছে ৮ চিতা, থাকবে মধ্যপ্রদেশে

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘প্রোজেক্ট চিতা’। ভারতে চিতার বংশবৃদ্ধির জন্যই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ৮,৪০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে উড়িয়ে আনা হচ্ছে ৮ আফ্রিকান চিতাকে এর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি স্ত্রী চিতা।  মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হবে এই চিতাদের। দেশের অন্য যে সমস্ত জাতীয় অরণ্য বা সংরক্ষণ কেন্দ্রের পরিবেশ আফ্রিকান চিতাদের বসবাসের জন্য উপযুক্ত, সেখানেই এই প্রজাতিকে সংরক্ষণ করা হবে।

বি-৭৪৭ জাম্বো জেট বিমানে করে ভারতে আনা হচ্ছে এই চিতাগুলিকে। বিমানটিতে খাঁচার মধ্যে রয়েছে চিতাগুলি। বিমানে রয়েছেন একজন পশু চিকিৎসক ও বেশ কিছু নিরাপত্তারক্ষী। আজ। শনিবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই ৮টি চিতাকে ছাড়া হবে মধ্যপ্রদেশের শেওপুরের কুনো জাতীয় উদ্যানে। মুক্ত জঙ্গলেই আপাতত ঘোরাফেরা করবে তারা।

জানা গিয়েছে, একটি সাড়ে চার বছরের চিতাকেও আনা হচ্ছে দেশে। ২০১৮ সালে ইরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে জন্ম হয় তার। নামিবিয়া থেকে সাড়ে ৫ বছরের একটি স্ত্রী চিতা আসছে। ২০১৭ সালে জন্ম হয় তার। জন্মের পর থেকে অপুষ্টিতে ভুগছিল চিতাটি। তবে চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয় সে। এরপর ২০১৮ সালে সিসিএফ সেন্টারে ছেড়ে দেওয়া হয় চিতাটিকে।

নামিবিয়া থেকে ভারতে সবচেয়ে ছোটো যে চিতাটি আসছে, তার বয়স মাত্র ২ বছর। ২০২০ সালে গোবাবিসে একটি জলের পাইপের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ওই চিতাটিকে। এছাড়াও ভারতে আসছে আড়াই ও সাড়ে তিন বছরের দু’টি স্ত্রী চিতা।

Back to top button
%d bloggers like this: