‘ভারতীয় মুসলিমরা হিন্দুই ছিলেন, ধর্মান্তরের জেরেই হিন্দু থেকে মুসলিমে পরিণত হয়েছেন’, বিতর্কমূলক দাবী প্রাক্তন কংগ্রেস নেতার

ভারতে যেসমস্ত মুসলিমরা বসবাস করেন, তাদের নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকে। তাঁর মতে, “ভারতীয় মুসলিমরা ধর্মান্তরের ফলাফল। আসলে কয়েক হাজার বছর আগে তাঁরাও হিন্দুই ছিলেন। হিন্দু ধর্ম বহু প্রাচীন”। তাঁর এহেন মন্তব্য বেশ শোরগোল ফেলে দিয়েছে নানান মহলে।
Former Congress leader Ghulam Nabi Azad-
Hindu Religion is much older than Islam in India. Muslims in our country are because of Conversion from Hindus and in Kashmir all Muslims were converted from Kashmiri Pandits. Everybody is born in Hindu Dharma only. pic.twitter.com/trWqUyFzrs
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 16, 2023
ঠিক কী বলেছেন প্রাক্তন কংগ্রেস নেতা?
সোশ্যাল মিডিয়ায় গুলাম নবী আজাদের এহেন মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যায়, “ভারতে ইসলাম ধর্ম এসেছিল প্রায় ১,৫০০ বছর আগে, যখন এদেশে প্রাচীন হিন্দুধর্ম সমাজের শিকড়ে পৌঁছে গিয়েছে। কিছু মুসলমান হয়তো বাইরে থেকে এসেছেন। অনেকে মুঘল সেনাবাহিনীতে কাজের সূত্রে এদেশে এসে পাকাপাকিভাবে বংশ পরম্পরায় থেকে গিয়েছেন। তারপরই অনেক ভারতীয় ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছে”।
কাশ্মীরি নিয়েও মন্তব্য করেন গুলাম নবী আজাদ
কাশ্মীরিদের নিয়ে প্রাক্তন কংগ্রেস নেতার দাবী, “৬০০ বছর আগে কাশ্মীরের জনগণ ইসলামে ধর্মান্তরিত হওয়ার আগে সেখানে থাকতেন মূলত কাশ্মীরি পণ্ডিতরা। যা দেখে আমি নিশ্চিত যে, সকলেই ঐতিহ্যশালী হিন্দুধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছেন। তবে হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কিংবা কাশ্মীরি বা গুজ্জর, আমরা সবাই এই জন্মভূমির অংশ। আমাদের শিকড় এই দেশে এবং পরজন্মেও আমরা এখানেই ফিরে আসব”।