Thar-এর বৈদ্যুতিক মডেলের গাড়ির কনসেপ্ট প্রকাশ্যে আনল মাহিন্দ্রা, এই SUV-এ অনবদ্য ফিচার্স নজর কাড়বে সকলের

নির্ধারিত দিনেই প্রকাশ্যে এল Thar-এর বৈদ্যুতিক মডেলের কনসেপ্ট। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন গাড়ি আনল সংস্থা। ভারতে যথেষ্ট এই SUV। এই গাড়ির বৈদ্যুতিক অবতার সত্যিই চমকে দেওয়া মতো।
এদিন দক্ষিণ আফ্রিকায়, থার ইভি উন্মোচন করে মাহিন্দ্রা। এই চার চাকাটি সংস্থার INGLO-P1V প্ল্যাটফর্মের অধীনে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ভারতে যে থার বিক্রি হয় তা 3 দরজার। তবে এই গাড়িটি হতে চলেছে ৫ দরজার।
বেশ আকর্ষণীয় সাসপেনশনের সঙ্গে আসতে চলেছে গাড়িটি। থাকবে বক্সি টাইপ চেহারা, বর্গাকার হেডলাইট ইউনিট এবং আয়তক্ষেত্রাকার গ্রিল রয়েছে এই গাড়িতে যার একপাশে মিলবে তিনটি LED সেটআপ। গাড়ির সামনের বাম্পারেও বড় পরিবর্তন করা হয়েছে।
কী জানাল সংস্থা?
জানা গিয়েছে, থার বৈদ্যুতিক SUV INGLO-P1 EV প্ল্যাটফর্ম দ্বারা আন্ডারপিন করা হবে। এই প্ল্যাটফর্মটি একটি বৃহত্তর ব্যাটারি ক্ষমতার মাধ্যমে সীমা বাড়ানোর জন্য নিবেদিত এবং একই সঙ্গে গাড়ির ওজন হ্রাস করে। Thar.e মডেলটি উচ্চতর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্তর্ভুক্ত করবে এবং অল-হুইল ড্রাইভ ক্ষমতা দিয়ে সজ্জিত হবে।
কী কী ফিচার্স থাকছে এই গাড়িতে?
Thar.e ইলেকট্রিক কনসেপ্ট SUV-র হুইলবেস ২,৭৭৬ মিমি থেকে ২,৯৭৬ মিমি পর্যন্ত বিস্তৃত হবে। মাহিন্দ্রা থার ইভির গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে পারে ৩০০ মিলিমিটারের কাছাকাছি। এই গাড়িটির রেঞ্জ বা ব্যাটারি সংক্রান্ত তথ্য এখনও কিছু প্রকাশ করেনি মাহিন্দ্রা।
সুরক্ষার জন্য মিলবে লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। ইঞ্জিন রয়েছে অ্যালমুনিয়াম mHawk ডিজেল ইঞ্জিন সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। এই গাড়িতে রয়েছে ফোর হুইল ড্রাইভ ফিচার। রয়েছে ৪টি ড্রাইভিং মোড – নর্মাল, গ্রাস গ্য়াভেল স্নো, মাড রাট এবং স্যান্ড।
কবে লঞ্চ হবে এই বৈদ্যুতিক থার?
গাড়িটি ঠিক কোন তারিখে লঞ্চ হবে সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে মনে করা হচ্ছে, ২০২৫ সালের কোনও এক মাসে বাজারে পা রাখতে পারে মাহিন্দ্রা থার বৈদ্যুতিক SUV। জানা গিয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে বিক্রি এই পিক-আপ ট্রাক বিক্রি করবে মাহিন্দ্রা।