দেশ

একটি সিরিঞ্জ দিয়েই ৩০জন পড়ুয়াকে টিকা! ‘আমার কী দোষ’, সাফাই সরকারি স্বাস্থ্যকর্মীর

এডস রোগের সংক্রমণ ছড়ানোর জন্য ১৯৯০ সালে একটি সিরিঞ্জ এক বার ব্যবহারের নিয়ম চালু হয়। কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালু করেছে দেশের সর্বত্র। কিন্তু এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে একই সিরিঞ্জ দিয়ে ৩০ জন পড়ুয়াকে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

মধ্যপ্রদেশের সাগর শহরে একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের করোনা টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন সরকারি স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র’র। জিতেন্দ্র’র বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সিরিঞ্জ দিয়ে স্কুলের ৩০জন পড়ুয়াকে টিকা দিয়েছেন। অভিভাবকেরা স্বাস্থ্যকর্মীর বয়ান রেকর্ড করেন।

ওই স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘যে ব্যক্তি আমাকে টিকার সামগ্রী দিয়েছেন তিনি একটি সিরিঞ্জ দিয়েছিলেন। তাই ওই একটি সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছি।’ জিতেন্দ্র নিজের ঘাড়ে দোষ নিতে নারাজ। তিনি দাবি করেছন, ‘আমার দোষ কেন হবে? আমায় যদি একটি সিরিঞ্জ দেওয়া হয় তবে আমি কী করব?’

সাগর প্রশাসন কেন্দ্রীয় সরকারের ‘এক সিরিঞ্জ এক টিকা’র নিময় লঙ্ঘন এবং কাজে গাফিলতির জন্য জিতেন্দ্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এবং জেলার টিকাকরণের দায়িত্বে ছিলেন রাকেশ রোশন, তার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছেন।

Back to top button
%d bloggers like this: