রাজ্য

হঠাৎই বারুইপুরে পার্থর বাগানবাড়িতে চুরি, আদৌ কী টাকা চুরিই উদ্দেশ্য নাকি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা? বাড়ছে রহস্য

একদিকে যখন গতকাল, বুধবার রাতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করে ইডি, ঠিক সেই সময়ই বারুইপুরের বেগমপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এদিন মাঝরাতে চারজন দুষ্কৃতী হানা দেয় এই বাগানবাড়িতে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে বলে খবর। কোনও মূল্যবান জিনিস চুরি হয়েছে কী না তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

স্থানীয়দের দাবী অনুযায়ী, গতকাল বুধবার রাত ১টা নাগাদ চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বারুইপুরের বেগমপুরের বাগানবাড়ির সামনে আসে। তালা খোলার শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তাঁরা বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, সেই সময় ওই চার দুষ্কৃতী তাদের হুমকি দেয়। স্থানীয়দের কথায়, দুষ্কৃতীরা তালা ভেঙে ভিতরে ঢোকে আর কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু নথিপত্র হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাদের।

স্থানীয়দের অনুমান, ওই বাগানবাড়ি থেকে শুধুমাত্র নথিপত্রই চুরি করা হয়েছে। তবে অন্য কোনও গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে কী না, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। চুরি যাওয়া নথিতে কী কোনও গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এও প্রশ্ন উঠেছে যে এটা কী আদৌ চুরি নাকি তথ্যপ্রমাণ লোপাট করার জন্য চুরি দেখিয়ে ভাঁওতা দেওয়া স্রেফ।

বলে রাখি, বেগমপুরের এই বাগানবাড়ির নাম বিশ্রাম। প্রায় ২০ বিঘা জমির উপর তৈরি হয়েছে এই বাগানবাড়ি। দেখাশোনার জন্য ছিলেন একাধিক পরিচারক ও পরিচারিকা। তবে করোনাকালে কাজ হারিয়েছেন সকলে। বর্তমানে কোনও পরিচারিকা বা পাহারাদার নেই ওই বাগানবাড়িতে। শোনা গিয়েছে, এই বাগানবাড়িতে অর্পিতাকে নিয়ে মাঝেমধ্যেই আসতেন পার্থ চট্টোপাধ্যায়। নিরিবিলিতে কিছুটা সময় কাটিয়ে চলে যেতেন বলে দাবী করেছেন স্থানীয়রা।

শুধুমাত্র বেগমপুরই নয়, এমন নানান জায়গাতেই একসঙ্গে যাতায়াত করতে দেখা যেত পার্থ ও অর্পিতাকে। ইডি সূত্রের খবর অনুযায়ী, সিঙ্গাপুরেও পার্থর সঙ্গে গিয়েছিলেন অর্পিতা। এখনও পর্যন্ত এই অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি।  

Back to top button
%d bloggers like this: