BIG NEWS: জল্পনার অবসান! লাল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ছাত্রনেতা কানহাইয়া কুমার, সঙ্গে যোগ দিলেন জিগনেশ মেওয়ানী

রাজনীতির মঞ্চে দলবদল করাটা এখন জলভাত হয়ে গেছে। রাজনৈতিক আদর্শ বলে আর কিছু বেঁচে নেই। এখন শুধু ফায়দা লোটার খেলা। এরকমটা অনেকেই মনে করেন এবং কিছু জন কাজেও করে দেখান। যেভাবে দুই বিরোধী দলের মধ্যে মানুষজনের আনাগোনা ঘটে তা এককথায় অবিশ্বাস্য। আর এবার আরো একবার অবিশ্বাস্য কান্ড ঘটলো দিল্লিতে।
বিখ্যাত ছাত্রনেতা কানহাইয়া কুমার যোগদান করলেন কংগ্রেসে। দু’বছর আগে জহরলাল নেহেরু ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছিল তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন এবং কংগ্রেসে যোগ দিতে পারেন এবং আজ তা সত্যি হলো।
কিছুক্ষণ আগে তিনি দিল্লীতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়েছেন। তার সঙ্গে ছিলেন জিগনেশ মেওয়ানী। তিনি গুজরাটের ভদগাঁওয়ের স্বাধীন নির্বাচিত বিধায়ক। তিনিও যোগ দিচ্ছেন কংগ্রেসে। আর কিছুক্ষণের মধ্যেই হবে আনুষ্ঠানিক ঘোষণা।
স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রাজনৈতিক মহল যথেষ্ট উত্তেজিত। কানহাইয়া কুমার সুবক্তা এবং তাকে দলে পাওয়াটা যে কংগ্রেসের পক্ষে লাভজনক হতে চলেছে একথা বিশেষজ্ঞরা এক কথায় বলছেন।