ফের নারকীয় হত্যাকাণ্ড! ১৪ বছরের নাবালিকাকে গণধ’র্ষ’ণ করে খু’ন, ইটভাটা থেকে উদ্ধার অগ্নিদগ্ধ দেহ, গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফের এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। ১৪ বছরের নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। নাবালিকাকে গণধ’র্ষ’ণ করে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশের গাফিলতির অভিযোগও উঠল।
ঘটনাটি ঘটেছে মরু রাজ্য রাজস্থানে। আজ, বৃহস্পতিবার রাজস্থানের ভিলওয়ারায় একটি ইটের ভাটা থেকে একটি ১৪ বছরের নাবালিকার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে গণধ’র্ষ’ণ করে খু’ন করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
কী ঘটেছিল ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, গতকাল, বুধবার ওই নাবালিকা তার মায়ের সঙ্গে মাঠে ছাগল চরাতে বেরিয়েছিল। কিছুক্ষণ পর মা দেখেন মেয়ে নেই সেখানে। খোঁজাখুঁজি শুরু হয় নাবালিকার। বাড়ি ফিরে বাড়ির সকলকে জানান তিনি। সকলে মিলে খুঁজতে শুরু করে কিশোরীকে।
কিন্তু এদিন সারাদিন কোনও খোঁজ মেলে না নাবালিকার। আজ, বৃহস্পতিবার ভোররাতে বাড়ির কাছের একটি ইটভাটা থেকে মেলে ওই নাবালিকার পুড়ে যাওয়া দেহের অংশ। সেখানে তার হার, জুতো, পায়ের নূপুর পড়েছিল।
এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। তাদের দাবী, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের কঠোরতম শাস্তির দাবী তুলেছেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বুধবার পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।