দেশ

পুজোর জন্য বড় উপহার মোদী সরকারের, বিনা খরচেই চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেসে

সাম্প্রতিক সময়ে ভারতীয় রেলে বেশ উন্নতি হয়েছে। রেল পরিষেবার পাশাপাশি নানান রেলওয়ে স্টেশনগুলিকেও আরও উন্নত ক্রত সচেষ্ট কেন্দ্র সরকার। এর জন্য নানান প্রকল্পও আনা হচ্ছে। ভারতীয় রেলের উল্লেখযোগ্য সংযোজন হল বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে এটিই দেশের সবথেকে দ্রুত গতির ট্রেন।

এই সেমি বুলেট ট্রেন ভারতের নানান গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় রেল একটি দ্রুত রেল নেটওয়ার্ক তৈরি করতে চাইছে। এই ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যেও উন্মাদনা কম নেই। এবার যাত্রীদের জন্য রয়েছে এক বড় সুখবর।

সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ সুযোগ আনল মোদী সরকার। এবার থেকে সরকারি কর্মচারীরা তাদের সফর, স্থানান্তর, প্রশিক্ষণ ও অবসর গ্রহণের জন্য বিনা খরচাতেই চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেসে। আগে কর্মচারীরা শুধুমাত্র রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসেই যাতায়াতের সুবিধা পেতেন।

সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে জানানো হয়েছে যে এবার থেকে সরকারি কর্মচারীরা সফর ও প্রশিক্ষণের মতো নানান কাজের জন্য বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করতে পারবেন। অর্থ মন্ত্রকের তরফেও এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ব্যয়ের দিকে ভাবনাচিন্তা করেই এই নির্দেশে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রক।

অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে এই আদেশের পরে, সরকারী আধিকারিকরা বন্দে ভারত ট্রেনের পাশাপাশি হামসফর এক্সপ্রেসের সমস্ত সুবিধা পাবেন যা তারা রাজধানী বা শতাব্দী ট্রেনে পাচ্ছেন। দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজসের ক্ষতি কমাতে সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছিল, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ গত বছর ১২ সেপ্টেম্বর একটি আদেশ জারি করেছিল যে তেজস এক্সপ্রেস ট্রেনটি সরকারী কর্মকর্তারাও ব্যবহার করতে পারবেন।

Back to top button
%d bloggers like this: