দাঁড়ানোর জায়গা নিয়ে বচসা-হাতাহাতি, কথা কাটাকাটির মধ্যেই একে অপরের গলা টিপে ধরলেন দুই যাত্রী, তুলকালাম কাণ্ড লোকাল ট্রেনে

লোকাল ট্রেনে বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা নিয়ে ঝগড়া, বিবাদ, কথা কাটাকাটি হওয়া খুব স্বাভাবিক বিষয়। নিত্যদিনই এমন ঘটনা চোখে পড়ে লোকাল ট্রেনের কামরায়। হালকা হাতাহাতিও লেগে যায় মাঝে মধ্যে। তবে এবার এক লোকাল ট্রেনের কামরায় যে ঘটনা ঘটল, তা অবাক করার মতো। সেই দৃশ্য ধরা পড়েছে এক ভিডিওতে। আর সেই ভিডিও দেখে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা।
কী দেখা গিয়েছে ভিডিওতে?
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এক ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে। ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, জানলার ঠিক ধারেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। পাশে দাঁড়ানো আরেক ব্যক্তির সঙ্গে তাঁর তুমুল মারামারি হতে দেখা যায়। প্রথমে বচসা আর তারপর শুরু হয় হাতাহাতি। এক্কবারে একে অপরেরে গলা টিপে চড়াও হন দুই ট্রেনযাত্রী। খানিক বাদে এক সহযাত্রীর হস্তক্ষেপে থামে বিবাদ।
এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “ভিড়ে ঠাসা মুম্বই লোকালের রোজের ঘটনা। সুপার কুল রেফারিকে খুব ভালো লেগেছে”। এই ভিডিও দেখে যেন অনেক যাত্রীই নিজেদের ট্রেনযাত্রার পরিস্থিতি মেলাতে পেরেছেন। আবার অনেকেই বেশ মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন।
Just a Normal daily scene inside a crowded #MumbaiLocal
Loved the Super Cool Referee.. pic.twitter.com/i0X9yAperP
— मुंबई Matters™ (@mumbaimatterz) September 1, 2023
ইতিমধ্যেই বেশ ভালো ভিউ হয়েছে এই ভিডিওর। এই ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। নানান নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন এই ভিডিও দেখে। প্রায় ৫ লক্ষের উপর ভিউ সংখ্যা ছাড়িয়েছে এই ভিডিওর।
অনেকের মতে, কারণ যাই হোক না কেন গণপরিবহনে এমন হিংসা, মারামারি যে দিনকেদিন গুরুতর আকার নিচ্ছে তাই যেন ভিডিওটি ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নেটিজেনদের একাংশের মতে, এই ধরনের সমস্যা সমাধানের জন্য় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।